যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন। বা বলা ভালো যিনি অভিনয় করেন তিনি দাপিয়ে নৃত্যানুষ্ঠান করেন। আর শুধু নাচ (Dance) করেন তাই নয়, একেবারে ব্যক্তিগত উদ্যোগে চালান নৃত্য শিক্ষাঙ্গন, নাম ‘মঞ্জুশ্রী-র মুদ্রা’। মঞ্জুশ্রী গঙ্গোপাধ্যায়ের (Manjushree Ganguli) সেই প্রয়াস নাচ ছন্দে পা ফেলে এবার ১৭ বছরে পড়ল। সেই উপলক্ষ্যে ১৮ মে মোহিত মৈত্র মঞ্চে শিক্ষাগুরু-শিক্ষার্থী-অভিভাবক সব মিলিয়ে হল জমজমাট উদযাপন।

এই বছর ভারতনাট্যম, রবীন্দ্র নৃত্য, ওয়াস্টার্ন ডান্সের পাশাপাশি ৯-এর দশকের গানের তালে নাচের ডালি দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল অনুষ্ঠান। তবে, ‘মঞ্জুশ্রীর মুদ্রা’ মূলত নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান হলেও এখানকার শিক্ষক-শিক্ষিকারা নাচের সঙ্গে সঙ্গে যোগাসাধনা, মনকে শান্ত রাখার জন্য ধ্যানের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক শক্তিকে দৃঢ় করার শিক্ষাও দেওয়া হয়। নতুন প্রজন্মের মনে ছোটবেলা থেকে সংস্কৃতির বীজ বপনের চেষ্টা করেন মঞ্জুশ্রী (Manjushree Ganguli)।

–

–

–

–
–

–
–

–

–

–

–

–

–

–

–