Friday, May 23, 2025

টোকিওতে অবহেলায় রাসবিহারীর সমাধি! দুঃখিত অভিষেক, ভারতীয় দূতাবাসের দৃষ্টি আকর্ষণ

Date:

Share post:

পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্বের দরবারে ভারতের সাংসদের প্রতিনিধিদল। রয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রথম গিয়েছেন জাপান (Japan)। বৃহস্পতিবার দফায় দফায় বৈঠকের পরে শুক্রবার সে দেশের রাজধানী টোকিওয় (Tokyo) স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর সমাধিস্থল ও প্রাক্তন বিচারপতি রাধাবিনোদ পালের স্মারকস্তম্ভে শ্রদ্ধা জানান অভিষেক। কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর (Rashbihari Basu) সমাধিস্থল দেখে কার্যত হতাশ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অবহেলায় পড়ে থাকা সমাধিস্থলে দেখে দুঃখপ্রকাশ করেন তিনি। এই বিষয় নিয়ে জাপানে ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জ এবং ভারতীয় দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করেন।

কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধিদলের সদস্য হিসাবে জাপানে গিয়ে ঠাসা কর্মসূচির মধ্যেই সময় বের করে প্রয়াত বিশিষ্ট দুই বাঙালিকে শ্রদ্ধা নিবেদন করেন অভিষেক (Abhishek Banerjee)। তবে রাসবিহারী বসুর সমাধিস্থলের অবস্থা থেকে হতাশ তিনি। নিজের এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করে তিনি লেখেন, “বাংলার এই মহান সন্তানকে শ্রদ্ধা এবং পুষ্পার্ঘ্য নিবেদন করতে পেরে গর্ব ও শিহরণ অনুভব করছি। স্বাধীনতা সংগ্রামে তাঁর ভূমিকার জন্য ভারত তাঁর কাছে চিরকৃতজ্ঞ থাকবে।” এর পরেই সমাধিস্থলের অবস্থা দেখে দুঃখপ্রকাশ করে লেখেন, ”তাঁর স্মৃতিস্তম্ভটি এত অবহেলিত এবং জরাজীর্ণ অবস্থায় দেখে খুবই দুঃখ হচ্ছে। আমি আমাদের রাষ্ট্রদূত রাষ্ট্রদূত সিবি জর্জ এবং ভারতীয় দূতাবাসকে অনুরোধ করেছি তাঁরা যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরেন এবং এই বীর সংগ্রামীকে তাঁর প্রাপ্য সম্মান দেওয়ার ব্যবস্থা করেন।”

এদিন ভারত ও জাপানের ইতিহাসে উল্লেখিত অন্যতম দায়িত্বশীল বিচারপতি রাধাবিনোদ পালের স্মৃতিসৌধেও পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধাজ্ঞাপন করেন অভিষেক।
আরও খবর: টোকিওতে প্রয়াত বিচারপতি রাধাবিনোদ পালের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

spot_img

Related articles

রাস্তা আটকে কর্মসূচি নয়, চাকরিহারাদের সেন্ট্রাল পার্কে সরে যাওয়ার নির্দেশ আদালতের

বিকাশ ভবনের সামনের রাস্তায় বসে কোনও কর্মসূচি করা যাবে না। এসএসসির (School Service Commission) চাকরিহারাদের নির্দেশ দিল কলকাতা...

টোকিওতে প্রয়াত বিচারপতি রাধাবিনোদ পালের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

সন্ত্রাসবাদে মদতকারী পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্ব দরবারে ভারতের প্রতিনিধিরা। সেই দলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

সাগরে তৈরি হচ্ছে দুর্যোগ, নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশ.ঙ্কা!

নিশ্চিন্ত আর থাকা গেল না। বাংলার আকাশে ফের দুর্যোগের কালো মেঘ। বঙ্গোপসাগরে (Bay of bengal) তৈরি হচ্ছে গভীর...

বাংলার উপকূলীয় দুর্যোগ নিয়ে টোকিওতে কেইও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সঙ্গে আলোচনায় অভিষেক

অপারেশন সিন্দুরের সাফল্য এবং সন্ত্রাস বিরোধী অভিযানে ভারতের অবস্থান বিশ্বের সামনে তুলে ধরতে জাপানে পৌঁছে গেছে দেশের প্রতিনিধি...