Thursday, August 28, 2025

সংরক্ষণ নিয়ে কলকাতা হাই কোর্টের রায়ে কলেজে ভর্তিতে আশার আলো

Date:

Share post:

এখনও সুপ্রিম কোর্টে (Supreme Court) বিচারাধীন ওবিসি মামলা। ফলে বাংলার কলেজগুলিতে ভর্তির বিষয়টিও ঝুলে রয়েছে। এরমধ্যে এই মামলায় কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) রায়ে আশার আলো দেখছেন পড়ুয়ারা। বুধবার হাই কোর্টে বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চ রাজ্য স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের আওতায় ভর্তি নিয়ে জটিলতার নিরসনে ২০০৯–এর ওবিসি তালিকা মানার রায় দিয়েছে।

আদালত জানিয়েছে, একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে ২০১০ সালের পরে OBC শ্রেণিবদ্ধকরণের প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। ফলে, ২০১০ সালের পর জারি করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। এই সময়ের মধ্যে জারি করা প্রায় পাঁচ লক্ষাধিক ওবিসি সার্টিফিকেট চাকরি বা শিক্ষায় সংরক্ষণের জন্য ব্যবহার করা যাবে না। তবে, ২০১০ সালের আগে যারা ওবিসি তালিকায় ছিলেন, তাঁদের সার্টিফিকেট বৈধ থাকবে। এর আগে যাঁরা ওবিসি সংরক্ষণের মাধ্যমে চাকরি বা শিক্ষায় সুযোগ পেয়েছেন, তাঁদের স্থান অপরিবর্তিত থাকবে। ১৯৯৭ ও ২০১১–এর সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী এই সংরক্ষণের হার ৭ শতাংশ। ২০০৯–এর তালিকায় অবশ্য ওবিসি (এ) ও ওবিসি (বি) বিভাজন ছিল না। সে ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চের নির্দেশ, ২০০৯–এর তালিকায় ‘এ’, ‘বি’ ভাগ না–থাকলেও কাস্টের উল্লেখ ছিল। সেই মতোই ২০১০–এর পরে ইস্যু করা ওবিসি সার্টিফিকেটে কাস্টের উল্লেখ দেখে অনুমোদিত ও অ–অনুমোদিত পৃথক করা সম্ভব। ‘এ’, ‘বি’ ক্যাটিগরিতে যথাক্রমে ১০ ও ৭ শতাংশ সংরক্ষণ চালু করেছিল রাজ্য। হাইকোর্টের (Calcutta High Court) বুধবারের রায়ে মোট সংরক্ষণ দাঁড়াবে ৭ শতাংশ।
আরও খবর: পুরনো নিয়মেই SSC ! শিক্ষকদের চাকরির পরীক্ষায় বড় বদলের পথে রাজ্য

একইসঙ্গে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে বিচারপতি চন্দের বেঞ্চ নির্দেশ দেয়, ২০০৯–এর তালিকা ও সংরক্ষণ বিধি মেনে ৪০ দিনের মধ্যে নতুন তালিকা প্রকাশ করতে হবে।

spot_img

Related articles

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...