Monday, December 29, 2025

রিয়্যাল মাদ্রিদের নতুন কোচ জাভি অ্যালোন্সো

Date:

Share post:

প্রাক্তন তারকার ওপরই ভরসা রিয়্যাল মাদ্রিদের(Real Madrid)। আনচেলোত্তি(Carlo Ancelotti) রিয়্যাল মাদ্রিদ ছাড়ার পর থেকেই নতুন কোচ নিয়ে শুরু হয়ে গিয়েছিল জল্পনা। প্রাক্তন তারকা ফুটবলার জাবি অ্যালোন্সোকেই(Xabi Alonso) এবার রিয়্যাল মাদ্রিদের(Real Madrid) কোচের দায়িত্ব তুলে দিল ম্যানেজমেন্ট। আগামী তিন বছরের জন্য স্প্যানিশ জায়ান্টদের দায়িত্ব উঠল জাভি অ্যালোন্সোর কাঁধেই। এবার হাত ধরেও রিয়্যাল মাদ্রিদ সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারে কিনা সেটাই দেখার।

খেলোয়াড় হিসাবে রিয়্যাল মাদ্রিজ জার্সিতে জাভি অ্যালোন্সোর(Xabi Alonso) বহু রেকর্ড রয়েছে। রিয়্যালের জার্সিতে বহু সাফল্যের স্বাক্ষী যেমন তিনি। তেমনই ট্রফি ক্যাবিনেটেও রয়েছে অ্যালোন্সোর বহু সাফল্যের কীর্তি। চ্যাম্পিয়ন্স লিগ থেকে লা লিগা যেমন জিতেছেন। এছাড়াও স্প্যানিশ জায়ান্টদের জার্সিতে জিতেছেন ছটি খেতাব। খুব ফুটবলারেরই এমন সাফল্য রয়েছে।

এবার সেই জাভি অ্যালোন্সোকেই দলের কোচ হিসাবে নিয়ে এল রিয়্যাল মাদ্রিদ। তাঁর কোচিং কেরিয়ারও কিন্তু এখান থেকেই শুরু হয়ছিল। ২০১৮-১৯ মরসুমে অনুর্ধ্ব-১৪ রিয়্যাল মাদ্রিদ স্কোয়াডের দায়িত্বে ছিলেন এই তারকা ফুটবলার। এরপরই বুন্দেশলিগায় বায়ার্ন লেভাসকুসেনের কোচের দায়িত্ব পেয়েছিলেন। গত মরসুমে তাঁর কোচিংয়েই বুন্দেশলিগায় ইতিহাস তৈরি করে চ্যাম্পিয়ন হয়েছিল বায়ার্ন লেভাকুসেন। এবারও অল্পের জন্য চ্যাম্পিয়নশিপ হাতছাড়া হয়েছে তাদের।

মরসুম শেষ হতেই লেভারকুসেনের থেকে বিদায় নিয়েছিলেন জাভি অ্যালোন্সো। এবার নিজেপ ক্লাবেই ফিরলেন তিনি। আগামী ২০২৮ সাল পর্যন্ত রিয়্যাল মাদ্রিদের দায়িত্ব উঠল জাভি অ্যালোন্সোর কাঁধে। রিয়্যাল জার্সিতে ২৩৬টি ম্যাচ খেলেছেন তিনি। সেইসঙ্গে স্পেনের হয়ে বিশ্বকাপও চ্যাম্পিয়ন হয়েছিলেন অ্যালোন্সো। শেষপর্যন্ত তাঁর হাত ধরেই রিয়্যাল সাফল্য পায় কিনা সেটাই দেখার।

spot_img

Related articles

উত্তর না পেলে আবার আসছি: কমিশন দফতরে পাঁচ দাবি পেশ করে স্পষ্ট করল তৃণমূল

কমিশন জানাচ্ছে ১ কোটি ৩৬ লক্ষ মানুষ নানাভাবে সন্দেহভাজন। তাই নাম ওঠেনি খসড়া ভোটার তালিকায়। কিন্তু আজও তার...

বেহালাতে বন্ধুদের সঙ্গে আড্ডার মধ্যেই গুলিবিদ্ধ যুবক

রাস্তায় বন্ধুদের সঙ্গে আড্ডার মধ্যেই গুলিবিদ্ধ হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে বেহালার (Behala Shootout) জেম্‌স লং সরণির শিমুলতলা...

নতুন করে বাঙালিরা আক্রান্ত বিজেপি রাজ্যে: এখনও রাজ্যের বিরোধীরা চুপ, প্রশ্ন তৃণমূলের

বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল বীরভূমের সোনালি খাতুনকে। সুপ্রিম কোর্টের নির্দেশ ছাড়া দেশে ফেরাতে এতটুকু সহযোগিতা করেনি কেন্দ্রের বিজেপি...

দলীয় সাংসদ মিতালী বাগের মাতৃবিয়োগে আবেগপ্রবণ সায়নী

প্রয়াত আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগের মা। গ্রাম থেকে দিল্লি- তৃণমূলের (TMC) যেকোন রকম লড়াইয়ে আরামবাগের মিতালী বাগ...