Friday, August 22, 2025

রিয়্যাল মাদ্রিদের নতুন কোচ জাভি অ্যালোন্সো

Date:

Share post:

প্রাক্তন তারকার ওপরই ভরসা রিয়্যাল মাদ্রিদের(Real Madrid)। আনচেলোত্তি(Carlo Ancelotti) রিয়্যাল মাদ্রিদ ছাড়ার পর থেকেই নতুন কোচ নিয়ে শুরু হয়ে গিয়েছিল জল্পনা। প্রাক্তন তারকা ফুটবলার জাবি অ্যালোন্সোকেই(Xabi Alonso) এবার রিয়্যাল মাদ্রিদের(Real Madrid) কোচের দায়িত্ব তুলে দিল ম্যানেজমেন্ট। আগামী তিন বছরের জন্য স্প্যানিশ জায়ান্টদের দায়িত্ব উঠল জাভি অ্যালোন্সোর কাঁধেই। এবার হাত ধরেও রিয়্যাল মাদ্রিদ সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারে কিনা সেটাই দেখার।

খেলোয়াড় হিসাবে রিয়্যাল মাদ্রিজ জার্সিতে জাভি অ্যালোন্সোর(Xabi Alonso) বহু রেকর্ড রয়েছে। রিয়্যালের জার্সিতে বহু সাফল্যের স্বাক্ষী যেমন তিনি। তেমনই ট্রফি ক্যাবিনেটেও রয়েছে অ্যালোন্সোর বহু সাফল্যের কীর্তি। চ্যাম্পিয়ন্স লিগ থেকে লা লিগা যেমন জিতেছেন। এছাড়াও স্প্যানিশ জায়ান্টদের জার্সিতে জিতেছেন ছটি খেতাব। খুব ফুটবলারেরই এমন সাফল্য রয়েছে।

এবার সেই জাভি অ্যালোন্সোকেই দলের কোচ হিসাবে নিয়ে এল রিয়্যাল মাদ্রিদ। তাঁর কোচিং কেরিয়ারও কিন্তু এখান থেকেই শুরু হয়ছিল। ২০১৮-১৯ মরসুমে অনুর্ধ্ব-১৪ রিয়্যাল মাদ্রিদ স্কোয়াডের দায়িত্বে ছিলেন এই তারকা ফুটবলার। এরপরই বুন্দেশলিগায় বায়ার্ন লেভাসকুসেনের কোচের দায়িত্ব পেয়েছিলেন। গত মরসুমে তাঁর কোচিংয়েই বুন্দেশলিগায় ইতিহাস তৈরি করে চ্যাম্পিয়ন হয়েছিল বায়ার্ন লেভাকুসেন। এবারও অল্পের জন্য চ্যাম্পিয়নশিপ হাতছাড়া হয়েছে তাদের।

মরসুম শেষ হতেই লেভারকুসেনের থেকে বিদায় নিয়েছিলেন জাভি অ্যালোন্সো। এবার নিজেপ ক্লাবেই ফিরলেন তিনি। আগামী ২০২৮ সাল পর্যন্ত রিয়্যাল মাদ্রিদের দায়িত্ব উঠল জাভি অ্যালোন্সোর কাঁধে। রিয়্যাল জার্সিতে ২৩৬টি ম্যাচ খেলেছেন তিনি। সেইসঙ্গে স্পেনের হয়ে বিশ্বকাপও চ্যাম্পিয়ন হয়েছিলেন অ্যালোন্সো। শেষপর্যন্ত তাঁর হাত ধরেই রিয়্যাল সাফল্য পায় কিনা সেটাই দেখার।

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...