নয়ন ভরা জল গো তোমার: গানে গানে বিদ্রোহী কবিকে শ্রদ্ধা জ্ঞাপন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রবীন্দ্র জয়ন্তীর পরে নজরুল জয়ন্তীর মঞ্চেও গানে গানে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, রবীন্দ্রসদনে সরকারের তরফে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে রাজ্যের মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেনের অনুরোধে দুটি নজরুল গীতি গেয়ে মঞ্চ মাতিয়ে দেন মমতা। সুরের ভুল ধরেন ইন্দ্রনীলের গানেরও।

এদিন মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে যান। নবান্ন থেকে ফেরার পথে হাজির হন রবীন্দ্রসদনে। কাজী নজরুলের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। মঞ্চে উঠে তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনকে বলেন, “তোমার গান শুনতে এসেছি।” উত্তরে ইন্দ্রনীলের অনুরোধ, “তুমি যখন এসেই পড়েছ, তোমার পছন্দের একটা গান গাও।”

মুখ্যমন্ত্রী কিছুটা দ্বিধায় বলেন, “আমি তো চর্চা করি না। সকাল থেকে ফাইল ঘাঁটতে ঘাঁটতে আর বক বক করতে করতে গলার সুরটাই নষ্ট হয়ে যায়।” পাশে বসে থাকা রূপঙ্কর, ইমন, রাঘব, মনোময়দের দিকে তাকিয়ে বলেন, “ওদের বসিয়ে রেখে আমার গান গাওয়া শোভা পায় না।” ইন্দ্রনীলের পালটা, “অবশ্যই শোভা পায়।”

অবশেষে মাইক হাতে নেন মুখ্যমন্ত্রী। আগাম জানিয়ে দেন, “কথার ভুল ধরো না। কাগজ নেই, ছোটবেলায় রেডিওতে শুনে যেটুকু শিখেছি।” এরপর ইন্দ্রনীল শুরু করেন গান- ”নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল।” তবে দ্বিতীয় পংক্তিতে ”ফুল যদি নিই তোমার হাতে”। বলতে না বলতেই মুখ্যমন্ত্রীর বাধা, “ভুল… তুমি ভুল সুরে গাইছো।” তারপর নিজেই গোড়া থেকে গান ধরেন। হলজুড়ে তখন মুহুর্মুহু হাততালি।

প্রায়ই গান গেয়ে শোনান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পয়লা বৈশাখে নিজের লেখা ও সুরে গান গেয়েছিলেন, বিদেশ সফরেও গেয়েছেন বারবার। এদিন নজরুল জয়ন্তীতেও তার ব্যতিক্রম হল না। গান-প্রিয় মুখ্যমন্ত্রী আবারও মঞ্চে প্রমাণ করলেন, রাজনীতি হোক বা সুর- তিনি বরাবর নিখুঁত।

spot_img

Related articles

রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

রবিবার ছুটির সন্ধ্যায় ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের কাছে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।...

সাংবাদিক বৈঠকে মহিলা প্রবেশ নিষেধাজ্ঞা: চাপে পড়ে সাফাই আফগান মন্ত্রীর

ভারতের (India) মাটিতে আয়োজিত সাংবাদিক বৈঠকে একজনও মহিলা সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। এই নিয়ে বিতর্ক তুঙ্গে। এর জেরে...

আলিপুরদুয়ারে নিজে হাতে ত্রাণ দিলেন মুখ্যমন্ত্রী: সংবর্ধিত সাহসীরা

প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত উত্তরবঙ্গে রবিবার ফের পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একদিকে পরিস্থিতি সম্পর্কে প্রশাসনিক আধিকারিকদের...

পোষ্য বিড়ালকে মেরে পুঁতে দেওয়া হয়েছে, সরব সুদীপা, ধুন্ধুমার কুঁদঘাটের চণ্ডীতলায়

টালিগঞ্জের (Tollygunge) চন্ডী ঘোষ রোড, এলাকার একটি বাড়িতে সারমেয়েদের এবং বিড়ালদের, আগলে রাখার ও দেখভাল করানোর নামে অকথ্য...