Thursday, August 21, 2025

সংবাদমাধ্যমে কংগ্রেস মুখপাত্রকে কুরুচিকর আক্রমণ বিজেপি নেতার, ধিক্কার দেবাংশুর

Date:

Share post:

সাংবাদ মাধ্যমের অনুষ্ঠানে বিরোধীদলের নেতার মাকে উদ্দেশ্য করেন কুৎসিত আক্রমণ বিজেপি নেতার। নিন্দার ঝড় সব মহলে। ঘটনায় বিজেপিকে (BJP) ধিক্কার জানিয়ে পোস্ট করলেন তৃণমূলের (TMC) আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debanshu Bhattacharya)।

রাজনৈতিক আলোচনার মান প্রতিনিয়ত নিম্নগামী হচ্ছে এই বিষয়ে সন্দেহ নেই। সম্প্রতি এক ঘটনায়, বিজেপি মুখপাত্র প্রেম শুক্ল (Preme Shukla) শনিবার একটি সংবাদমাধ্যমে লাইভ বিতর্কের সময় কংগ্রেস (Congress) মুখপাত্র সুরেন্দ্র রাজপুতকে (Surendra Rajput) কদার্য ভাষায় আক্রমণ করেন। তাঁর মাকে উদ্দেশ্য করে কুৎসিত আক্রমণ করেন। সেই এই উত্তপ্ত বাক্যবিনিময়ের ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় নিমেষেই ভাইরাল হয়েছে। জাতীয় সংবাদমাধ্যমে এই ধরণের নোংরা ভাষা ব্যবহারের জন্য প্রেম শুক্লা এবং বিজেপির বিরুদ্ধে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।

একটি হিন্দি সংবাদমাধ্যমে অনুষ্ঠিত এই বিতর্কটি পাহেলগামতে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে চলছিল। কংগ্রেস মুখপাত্র সুরেন্দ্র রাজপুত যখন প্রশ্ন তোলেন যে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানকে পরাজিত করে পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার করার পাশাপাশি বেলুচিস্তানকে মুক্ত করার অবস্থানে থাকা সত্ত্বেও কেন যুদ্ধবিরতি ঘোষণা করল, তখন বিজেপি মুখপাত্র পাল্টা বলেন, “রাহুল গান্ধী পাকিস্তানের ভাষা বলেন… তিনি পাকিস্তানের পায়ের তলা চাটেন।” পাল্টা বক্তব্য রাখেন রাজপুত। এই মুহুর্তে, শুক্লা নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বলেন, “তেরি মা র… হ্যায়”।

এই উক্তির পরেই সঞ্চালক আলোচনায় হস্তক্ষেপ করেন ও বিজেপি মুখপাত্রের ব্যবহৃত অশালীন ভাষার নিন্দা করেন। এমনকী তিনি তাঁর অনুষ্ঠানের সময় ব্যবহৃত অশালীন মন্তব্যের জন্য ক্ষমাও চেয়ে নেন। উভয়পক্ষকেই কিছুক্ষণের জন্য ‘মিউট’ করার পর, চ্যানেলটি তাদের বিতর্ক পুনরায় শুরু করার অনুমতি দেয়। প্রসঙ্গত, বিজেপি মুখপাত্ররা প্রতিদিন বিভিন্ন চ্যানেলে অশ্লীলতার সমস্ত সীমা অতিক্রম করেন, কিন্তু এদিন মর্যাদার সমস্ত সীমা পার করে গিয়েছেন এই প্রতিনিধি।
আরও খবরহাজিরা এড়াচ্ছেন অনুব্রত, হঠাৎ AI-এর তত্ত্ব ওড়াচ্ছেন কেষ্ট-ঘনিষ্ঠ নেতা

এই অবস্থায় তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debanshu Bhattacharya) গেরুয়া মনোবৃত্তিকে নিশানা করে নিজের সোশ্যাল হ্যান্ডেলে ভিডিও ক্লিপটি শেয়ার করে লিখেছেন, “বিজেপির প্রতিনিধি প্রেম শুক্লা একেবারেই ব্যতিক্রম নন। লাইভ টিভিতে, তিনি একজন মাকে গালি দিয়েছিলেন, এবং দল গর্বের সঙ্গে পাশে দাঁড়িয়েছিল!! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আপনি এই বিষাক্ত মনোভাবকে দলের মধ্যে একেবারেই স্বাভাবিক করে তুলেছেন।”

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...