Thursday, August 21, 2025

মুখ্যমন্ত্রীর উন্নয়ন এগিয়ে রাখছে আলিফাকে, কালীগঞ্জে জোরকদমে প্রচার তৃণমূলের

Date:

Share post:

বিরোধী প্রার্থীর নাম সবে ঘোষণা হয়েছে। এখনও নমিনেশনে জমা দিতে পারেননি তাঁরা। অন্যদিকে তৃণমূল প্রার্থীর প্রচার চলছে জোরকদমে। রবিবার ছুটির দিন নির্বাচনী প্রচারের শুরুতেই বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারলেন কালীগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। প্রথমে পলাশি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুনপাড়া থেকে বাড়ি বাড়ি ঘুরে প্রচার অভিযান শুরু করেন তিনি। এর পর দাসপাড়া, আশাপাড়া, পাণ্ডবপাড়া, পলাশি নতুন দেওড়া তেজনগর হয়ে আরামডাঙা পর্যন্ত প্রচার অভিযান চালান গোটা দুপুর।

জামাইষষ্ঠীর দিন প্রায় প্রত্যেক বাড়িতেই অতিথিদের আগমন ঘটার সুযোগকে কাজে লাগিয়ে বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারেন আলিফা। কখনও কচিকাঁচাদের কোলে তুলে নিলেন। কখনও বা প্রবীণ মানুষদের সঙ্গে গল্পগুজব সারলেন। পাশাপাশি এলাকায় কী কী সমস্যা আছে তাও খুঁটিয়ে খুটিয়ে জেনে নিলেন। প্রচারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন এলাকার ব্লক সভাপতি দেবব্রত মুখোপাধ্যায়। রোড ম্যাপ থেকে শুরু করে কোথায় কখন কীভাবে যাবেন ও প্রচার সারবেন প্রার্থী আলিফা সে সব দায়িত্বও সামলাচ্ছেন তিনি। সঙ্গে রয়েছেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর এবং এলাকার পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালি খাতুন-সহ জলের অন্যান্য নেতৃত্ব। যেখানেই যাচ্ছেন সেখানেই এলাকার মানুষ কখনও মালা পরিয়ে দিচ্ছেন। কখনও ফুল ছড়িয়ে বরণ করে নিচ্ছেন স্নেহ ও আদরের লালসাহেবের মেয়েকে।

এলাকার জনপ্রিয় মানুষ হিসেবে প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ ওরফে লালসাহেবের ছায়া এখানকার সর্বত্র জুড়ে আছে। এলাকার মানুষের মতে, বাবা যেমন মৃদুভাষী ও ভীষণ ভদ্র মানুষ ছিলেন, এলাকার সকলের কথা মন দিয়ে শুনতেন, সকলকে নিয়ে একসঙ্গে চলতেন, তাঁর মেয়ে আলিফাও ঠিক তেমনই মিষ্টভাষী, সুন্দর ব্যবহার। মানুষের সঙ্গে তাঁর মিলেমিশে যাওয়ার অদ্ভূত প্রবণতা আছে বাবার মতোই। তৃণমূল প্রার্থী আলিখা তাঁর বাবার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার প্রতিশ্রুতিও নিচ্ছেন। এলাকার রাজনৈতিক মহলের মতে, সংখ্যালঘু এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের সিম্বলই যথেষ্ট জয়ের জন্য। এক্ষেত্রে তার সঙ্গে রয়েছে লালসাহেবের ছায়া। ফলে এই বিধানসভায় তৃণমূল প্রার্থীর অবস্থা ঠিক যেন সোনায় সোহাগা।

আরও পড়ুন – অতিবৃষ্টির জেরে ভূমিধসে বিপর্যস্ত উত্তর সিকিম! আটকে ১৫০০ পর্যটক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...