মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে রেড রোডে ইদের নামাজের অনিশ্চয়তা কাটল

Date:

Share post:

প্রতিবছরের মতো এবারও ৭ বা ৮ জুন, ইদ-উল-জোহা উপলক্ষে কলকাতার রেড রোডে (Red Road) অনুষ্ঠিত হবে ইদের প্রধান নামাজ। সাময়িক অনিশ্চয়তা তৈরি হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরাসরি হস্তক্ষেপে সমস্যা মিটে গিয়েছে বলে জানালেন খিলাফৎ কমিটির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান।

মন্ত্রী জানান, এবারে সেনার তরফে প্রথমে রেড রোডে (Red Road) জমায়েতের অনুমতি প্রত্যাহার করা হয়েছিল, যার ফলে ইদের প্রধান জমায়েত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সেনার এক পদস্থ কর্তা আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে খিলাফৎ কমিটিকে সেই সিদ্ধান্ত জানিয়েছিলেন।

পরিস্থিতির গুরুত্ব বুঝে রবিবার ৮, জাকারিয়া স্ট্রিটে খিলাফৎ কমিটির কার্যালয়ে ডাকা হয় জরুরি বৈঠক।জাভেদ আহমেদ খান ছাড়াও ছিলেন সাধারণ সম্পাদক নাসির আহমেদ, মুহাম্মদ খলিল, ইরফান আলি তাজ, ইসহাক মল্লিক, মোমতাজ খান প্রমুখ। সেখান থেকেই রাজ্য প্রশাসন ও সেনা কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়।

জাভেদ খান জানান, মুখ্যমন্ত্রী বিষয়টি জানতে পেরে নিজে উদ্যোগ নেন এবং সেনা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। তাঁর হস্তক্ষেপেই সমস্ত জট কাটে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সকাল সাড়ে আটটায় রেড রোডেই ইদের নামাজ হবে বলে জানান তিনি।
আরও খবরফের সেরা দেবদত্তা: মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে পরে JEE অ্যাডভান্সড-এ মেয়েদের মধ্যে প্রথম

রাজ্যের বৃহত্তম ইদের জমায়েত ঘিরে কোনও অনিশ্চয়তা না থাকায় ধর্মপ্রাণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

spot_img

Related articles

বিতর্কের আবহেই মেগা ফাইনাল, জানুন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

বিতর্কের আবহেই রবিবার এশিয়া কাপ (Asia Cup) ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান (IND vs PAK)। এই নিয়ে চলতি টুর্নামেন্টে...

আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা, ঘটনায় নিহত ৩

মার্কিন মুলুকে (USA) ফের বন্দুকবাজের হামলা । ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন জন।  ভয়াবহ এই  ঘটনাটি ঘটেছে নর্থ ক্যারোলিনায়...

মহম্মদ আলি পার্কের মণ্ডপ দর্শন বন্ধ! উদ্যোক্তাদের অভিযোগের জবাব কলকাতা পুলিশের

পঞ্চমীর রাতে হঠাৎ দর্শনার্থীদের জন্য কলকাতার বিখ্যাত পুজো মহম্মদ আলি পার্কের মণ্ডপ ও দুর্গাদর্শন বন্ধ করে দেন উদ্যোক্তারা।...

”মায়ের স্নেহভরা মুখের উন্মোচনে আলোকিত হয় জগৎ”, মহাষষ্ঠীর শুভেচ্ছা অভিষেকের

রবিবার বোধনের মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসবের সূচনা হল।  এই দিনটার অপেক্ষায় বছরভর দিন গুণতে থাকে  দিন গোনার...