Wednesday, January 14, 2026

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে রেড রোডে ইদের নামাজের অনিশ্চয়তা কাটল

Date:

Share post:

প্রতিবছরের মতো এবারও ৭ বা ৮ জুন, ইদ-উল-জোহা উপলক্ষে কলকাতার রেড রোডে (Red Road) অনুষ্ঠিত হবে ইদের প্রধান নামাজ। সাময়িক অনিশ্চয়তা তৈরি হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরাসরি হস্তক্ষেপে সমস্যা মিটে গিয়েছে বলে জানালেন খিলাফৎ কমিটির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান।

মন্ত্রী জানান, এবারে সেনার তরফে প্রথমে রেড রোডে (Red Road) জমায়েতের অনুমতি প্রত্যাহার করা হয়েছিল, যার ফলে ইদের প্রধান জমায়েত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সেনার এক পদস্থ কর্তা আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে খিলাফৎ কমিটিকে সেই সিদ্ধান্ত জানিয়েছিলেন।

পরিস্থিতির গুরুত্ব বুঝে রবিবার ৮, জাকারিয়া স্ট্রিটে খিলাফৎ কমিটির কার্যালয়ে ডাকা হয় জরুরি বৈঠক।জাভেদ আহমেদ খান ছাড়াও ছিলেন সাধারণ সম্পাদক নাসির আহমেদ, মুহাম্মদ খলিল, ইরফান আলি তাজ, ইসহাক মল্লিক, মোমতাজ খান প্রমুখ। সেখান থেকেই রাজ্য প্রশাসন ও সেনা কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়।

জাভেদ খান জানান, মুখ্যমন্ত্রী বিষয়টি জানতে পেরে নিজে উদ্যোগ নেন এবং সেনা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। তাঁর হস্তক্ষেপেই সমস্ত জট কাটে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সকাল সাড়ে আটটায় রেড রোডেই ইদের নামাজ হবে বলে জানান তিনি।
আরও খবরফের সেরা দেবদত্তা: মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে পরে JEE অ্যাডভান্সড-এ মেয়েদের মধ্যে প্রথম

রাজ্যের বৃহত্তম ইদের জমায়েত ঘিরে কোনও অনিশ্চয়তা না থাকায় ধর্মপ্রাণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

spot_img

Related articles

প্রকল্প দ্রুত সম্পাদনে সক্রিয় ও কার্যকর নজরদারি

অলকেশ কুমার শর্মা ভারতীয় অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হল পরিকাঠামো ক্ষেত্র। উন্নতমানের পরিকাঠামো কেবল উন্নত পরিষেবার স্থায়ী চাহিদাই সৃষ্টি...

রাজনৈতিক কথা নয়, রাজ্য সরকারের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা: অভিষেকে মুগ্ধ রঞ্জিত

ছক ভেঙে নিজে গিয়ে টলিউডের বর্ষীয়ান অভিনেতা তথা কলকাতার প্রাক্তন শেরিফ রঞ্জিত মল্লিকের বাড়ি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

জেলাশহরে ইএসআই পরিষেবা জোরদার করতে নতুন সার্ভিস ডিসপেনসারি

ইএসআই-ভুক্ত শ্রমিক ও তাঁদের পরিবারের প্রাথমিক চিকিৎসা পরিষেবা আরও মজবুত করতে জেলাশহরগুলিতে নতুন উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার।...

পৌষের শেষে নতুন শুরু! বিহারে লালু গেলেন বড় ছেলে তেজ প্রতাপের বাড়ি

নিজের বড় ছেলে তেজ প্রতাপ যাদবকে আরজেডি থেকে বহিষ্কার করেছিলেন আট মাস আগে। ত্যাজ্য পুত্র করেছিলেন তাঁকে। লালু...