JEE অ্যাডভান্সড ২০২৫-এ বাংলাকে সম্মানিত করেছেন কাটোয়ার দেবদত্তা মাঝি (Debdatta Majhi)। এই খবর সামনে আসার পরেই তাঁকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) পোস্ট করে তিনি জানান, বাংলাকে আবারও গর্বিত করার জন্য অভিনন্দন।

২ বছর আগে মাধ্যমিকে রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করে শিরোনামে উঠে আসেন কাটোয়ার দেবদত্তা মাঝি (Debdatta Majhi)। এবার সর্বভারতীয় জয়েন্টে (অ্যাডভান্স) মেয়েদের মধ্যে শীর্ষস্থান অধিকার করেছেন তিনি। সোমবার সর্বভারতীয় জয়েন্টের (অ্যাডভান্স) ফল প্রকাশিত হয়েছে। ৩১২ পেয়ে মেয়েদের মধ্যে প্রথমস্থান অধিকার করেছেন দেবদত্তা। সর্বভারতীয় স্তরে কমন র্যা ঙ্ক লিস্টে ১৬ নম্বরে স্থানে রয়েছেন তিনি।

এর পরেই নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) লেখেন, “বাংলাকে আবার গর্বিত করার জন্য বর্ধমানের দেবদত্তা মাঝিকে অভিনন্দন।
আজকের JEE অ্যাডভান্সড ২০২৫ পরীক্ষার ফলাফল দেখা গেল তুমি সারা দেশের মেয়েদের মধ্যে শীর্ষে এবং IIT খড়গপুর জোনের সর্বোচ্চ স্থান অধিকারী। তুমি এর আগে আমাদের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় শীর্ষ স্থান অর্জন করেছিলে। এবং এখন তুমি ভারতের শীর্ষস্থানীয় মেয়ে!
তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। এবং তোমার বাবা-মা এবং শিক্ষকদেরও অভিনন্দন!”

আরও খবর: ফের সেরা দেবদত্তা: মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে পরে JEE অ্যাডভান্সড-এ মেয়েদের মধ্যে প্রথম

–

–

–

–

–

–

–
–
–
–
–
–