Friday, November 28, 2025

মোদির ‘কুৎসা’র পাল্টা তৃণমূলের ‘বুথ চলো’, পাঁচ ভাষায় লিফলেট

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আলিপুরদুয়ারে এসে বাংলার বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচার চালিয়ে গিয়েছেন। বাংলাকে অসম্মান করেছেন। তার বিরুদ্ধে পাল্টা প্রচারে নতুন কর্মসূচি নিল তৃণমূল কংগ্রেস। পাঁচ ভাষায় লিফলেট (leaflet) ছাপিয়ে তৃণমূল এবার নামছে বুথ (booth) চলো কর্মসূচিতে।

অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে রাজ্যে প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুপরিকল্পিতভাবে বাংলার বদনাম করে গিয়েছেন। তৃণমূল কংগ্রেস সেই কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে কোমর বেঁধে প্রচারে নামছে এবার। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর ছোড়া প্রতিটি তিরের জবাব দিয়েছেন একে একে। এবার ‘কুৎসা’র জবাবে পালটা ‘বুথ চলো’ কর্মসূচি শুরু করছে তৃণমূল। এই কর্মসূচিতে পাঁচ ভাষায় লিফলেট (leaflet) ছাপিয়ে বুথে বুথে (booth) বিলি করবে দলের নেতাকর্মীরা।

আবার এই কর্মসূচি চলাকালীনই আলিপুরদুয়ার জেলায় যেতে পারিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সাংগঠনিক রদবদলের পর জেলার নতুন সভাপতি ও চেয়ারম্যান দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার প্রথম বৈঠকে বসে তৃণমূল। এই সভা থেকেই তৃণমূল নয়া কর্মসূচি ঘোষণা করে। সভাপতি প্রকাশ চিক বরাইক বলেন, প্রধানমন্ত্রী জেলায় এসে শুধু রাজনৈতিক মিথ্যাচার করে গিয়েছেন। আমরা বুথে বুথে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দেব। সরকারের উন্নয়ন প্রকল্প বাংলা (Bengali), হিন্দি (Hindi), সাদরি (Sadari), নেপালি (Nepali) ও ইংরাজি (English) ভাষায় লিফলেটে ছাপিয়ে ‘বুথ চলো’ অভিযান করব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জেলার আদিবাসী, গোর্খা, মেচ, রাভা-সহ কোনও জনজাতির জন্য কিছু ঘোষণা করেননি। জেলার মানুষ বিজেপির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন। শীঘ্রই তৃণমূল ‘বুথ চলো’ অভিযানে বিজেপির সব মুখোশ খুলে দেবে। এই অভিযানের মাধ্যমে বাড়ি বাড়ি প্রচারে জনসংযোগও গড়ে তুলবে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবারই জেলা তৃণমূলের সভাপতি প্রকাশ চিক বরাইক জানান, নতুন এই কর্মসূচি চলাকালীন জেলা সফরে আসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রস্তুতিও চলছে।

spot_img

Related articles

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...

বছর শেষে মার্কিন বাণিজ্য চুক্তিতে ফয়সালা: তার আগেই ভারত সফরে পুতিন!

ভারতের উপর মার্কিন শুল্ক চাপানোর জন্য দায়ী ভারত-রাশিয়া সম্পর্ক, স্পষ্ট বিশ্বের সামনে রেখেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald...

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...