সরকারি জমিতে বেআইনি দখল রুখতে বড় পদক্ষেপ রাজ্যের, চার জেলায় শুরু হচ্ছে সমীক্ষা

Date:

Share post:

সরকারি জমিতে বেআইনি দখলদারি রুখে আবাসন প্রকল্পের জন্য ব্যবহারের উদ্দেশ্যে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। হাউসিং বোর্ড সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, জলপাইগুড়ি ও হুগলি—এই চার জেলায় মোট ৬১.০৮৭ একর জমির উপর সমীক্ষা চালানো হবে। ইতিমধ্যে ‘টপোগ্রাফিক’ ও ‘কনট্যুর’ সমীক্ষার জন্য দরপত্র ডাকা হয়েছে।

রাজ্য হাউসিং বোর্ডের এক আধিকারিক জানান, এই সমীক্ষার প্রধান উদ্দেশ্য জমির সঠিক ব্যবস্থাপনা, অবৈধ দখলদারি প্রতিহত করা এবং গৃহনির্মাণ প্রকল্পের রাস্তাকে মসৃণ করে তোলা। দক্ষিণ ২৪ পরগনার দুটি জমি (৩.৬৭৭ একর ও ২৩.০৩৯ একর), পশ্চিম বর্ধমানের ২১.৩৬১ একর, জলপাইগুড়ির ৮.২২ একর এবং হুগলির ৪.৭৯ একর জমিতে এই সমীক্ষা চালানো হবে।

উন্নত প্রযুক্তি ব্যবহার করে ‘টোটাল স্টেশন’ এবং ‘ডিফারেনশিয়াল জিপিএস’-এর সাহায্যে জমির নির্ভুল ম্যাপিং ও কনট্যুর ম্যাপ তৈরি করা হবে। এছাড়াও ড্রেনেজ এবং পরিকাঠামো পরিকল্পনার জন্য আউটফল পয়েন্ট নির্ধারণের কাজও করা হবে।

এছাড়াও, জমির খতিয়ান ও মৌজা ম্যাপের সঙ্গে মিলিয়ে নির্মাণ সংক্রান্ত যাবতীয় তথ্য নথিভুক্ত করাও বাধ্যতামূলক করা হয়েছে। ভূমি ও ভূমি সংস্কার দফতরের সহযোগিতায় এই সমীক্ষা সম্পন্ন হবে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার মতো ঘনবসতিপূর্ণ অঞ্চলে জমি নিয়ে বিরোধ বা স্থানীয় বাধা এড়াতে প্রশাসনের সক্রিয় ভূমিকা থাকবে।

রাজ্য সরকার তিন মাসের মধ্যে এই সমীক্ষা শেষ করতে চায়। অন্যদিকে, নিউটাউন-রাজাহাট এলাকায় থাকা ৩৪টি ফাঁকা জমি কীভাবে গৃহনির্মাণে ব্যবহার করা যেতে পারে, তা জানতে বাজারের চাহিদা ও জমির মূল্য বিচার করে পৃথক সমীক্ষার সিদ্ধান্ত নিয়েছে হাউসিং বোর্ড।

এই উদ্যোগের ফলে অব্যবহৃত জমিগুলি যথাযথভাবে কাজে লাগিয়ে রাজ্যে নতুন আবাসন হাব তৈরির পথে অগ্রসর হওয়া যাবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন – প্লাস্টিক দূষণ প্রতিরোধ: বিশ্ব পরিবেশ দিবসে বার্তা দিলেন মন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

রাজ্যের হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা: খতিয়ে দেখতে পুলিশের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

আরজিকরের ঘটনার পরে রাজ্যের স্বাস্থ্যকেন্দ্রের নিরাপত্তা নিয়ে আমূল পরিবর্তনের পথে হেঁটেছে রাজ্য সরকার। পরিকাঠামোগত ব্যবস্থা থেকে সাধারণ নিরাপত্তা...

SIR-এ ভিন রাজ্যে থেকেও নাম তোলা যাবে: পরিযায়ী শ্রমিকদের বিশেষ সুবিধা!

গোটা দেশের বিরোধী দলগুলির প্রবল সমালোচনার মুখে পড়ে ভোটার তালিকা সংশোধনী বা এসআইআর (SIR) প্রক্রিয়া দেশ জুড়ে চালু...

কেরলে নিহত পরিযায়ী শ্রমিকের দেহ নিয়ে গ্রামে পৌঁছল তৃণমূল নেতৃত্ব

রাজ্যে হোক বা রাজ্যের বাইরে। বাংলার মানুষের পাশে প্রতিনিয়ত রয়েছে বাংলার প্রশাসন ও শাসকদল তৃণমূল কংগ্রেস। কেরলেয় নিহত...

বিশ্বসেরা ২ বঙ্গ তনয়া: টেবিল টেনিস ডাবলস ব়্যাঙ্কিংয়ে শীর্ষে সিন্ড্রেলা-দিব্যাংশী, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বাংলার মুকুটে বিশ্বসেরায় নয়া পালক। বিশ্ব টেবিল টেনিসের (TT) অনূর্ধ্ব-১৯ মহিলাদের ডাবলস ব়্যাঙ্কিংয়ে (World Ranking) শীর্ষস্থানে দুই বঙ্গ...