Tuesday, December 9, 2025

জাতীয় সড়কে নামল হেলিকপ্টার! কেদারনাথ যাওয়ার পথে ফের বড়সড় বিপত্তি

Date:

Share post:

হেলিপ্যাডের বদলে জাতীয় সড়কে নামল কেদারনাথগামী হেলিকপ্টার (helicopter)। কোনওক্রমে মৃত্যুর মুখ থেকে বাঁচলেন সওয়ার যাত্রী ও হেলিকপ্টারের চালক-সহায়ক। ঘটনায় হেলিকপ্টারটির পিছনের অংশ ভেঙে যায়। হেলিকপ্টারটি একটি গাড়ির উপর পড়ায় গাড়িটিও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। তবে ঘটনায় কেউ হতাহত হননি। দ্রুত স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগান।

সম্প্রতি একাধিক দুর্ঘটনার মুখে কেদারনাথের (Kedarnath Dham) হেলিকপ্টার পরিষেবা। কখনও কেদারনাথে হেলিপ্যাড ছেড়ে অন্যত্র ল্যান্ড করেছে হেলিকপ্টার, কখনও বা নামার সময় যান্ত্রিক ত্রুটিতে ভেঙেই গিয়েছে হেলিকপ্টার। এবার কেদারনাথ পৌঁছানোর আগেই চরম বিপত্তি। রুদ্রপ্রয়াগ (Rudraprayag) জেলার বারাসুর কাছে জাতীয় সড়কের (National Highway) উপরই ল্যান্ড করে হেলিকপ্টারটি (helicopter)। জাতীয় সড়কে আড়াআড়ি দাঁড়িয়ে পড়ায় দীর্ঘ যানজট তৈরি হয়। সেই সঙ্গে পথের পাশে একটি গাড়ির উপর তার পিছনের অংশ পড়ায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।

চারধাম যাত্রা সম্পূর্ণভাবে চালু রেখেছে কেন্দ্রের সরকার। এই পরিস্থিতিতে চারধামে আকাশ পথে যাত্রা করার প্রবণতা বেড়েছে তীর্থযাত্রীদের মধ্যে। কিন্তু সেই যাত্রা কতটা বিপজ্জনক, তা ফের একবার প্রমাণিত শনিবারের ঘটনায়। এদিন হেলিকপ্টারটিতে চালকসহ ৬ জন ছিলেন। সিরসি থেকে রওনা দেওয়ার পরে রুদ্রপ্রয়াগের (Rudraprayag) কাছে কপ্টারটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। চালক দ্রুত ল্যান্ড করতে বাধ্য হন, দাবি প্রাথমিক তদন্তে উত্তরাখণ্ড প্রশাসনের।

এই ঘটনায় কেউ হতাহত হননি বলে উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটির (Uttrakhand Civil Aviation Development Authority) তরফে দাবি করা হয়েছে। কপ্টারটি ক্রিস্টাল এভিয়েশন প্রাইভেট লিমিটেড, নামে এক সংস্থার ছিল। তার বিরুদ্ধে তদন্ত শুরু করার জন্য ডিজিসিএ-কে (DGCA) যাবতীয় তথ্য পেশ করেছে উত্তরাখণ্ড প্রশাসন।

spot_img

Related articles

হাতে গুরুতর চোট! হাসপাতালে ভর্তি পার্থ চট্টোপাধ্যায়

নিয়োগ মামলায় জামিন পাওয়ার পর থেকেই বেহালার বাড়িতেই  ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে আচমকাই বাড়ির বাথরুমে...

গোয়ায় নাইট ক্লাব বিস্ফোরণে প্রাণ গেল বাগডোগরার যুবকের! তদন্তের দাবি পরিবারের

গোয়ায় নাইট ক্লাবে সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হল বাগডোগরার ২৪ বছরের যুবক সুভাষ ছেত্রীর। রবিবার গভীর রাতে ঘটে যাওয়া...

ঘাড় ধাক্কা দিয়ে রাজন্যা-প্রান্তিককে পথে বসিয়ে দিল বিজেপি

তৃণমুলের বাতিল ছাঁট যুগলকে নিচ্ছে না বিজেপি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সুনজরে পড়ায় ২১ জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখার...

‘রুশা’ প্রকল্পের টাকা নিয়ে সুকান্তর মিথ্যাচার: ‘ভিত্তিহীন’ বলে ওড়ালেন ব্রাত্য

রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান বা 'রুশা' খাতে কেন্দ্র টাকা দিলেও রাজ্যের গাফিলতিতে নাকি এই টাকা ব্যবহার করা যাচ্ছে...