কলকাতা লিগে (Calcutta Football League) একই গ্রুপে মোহনবাগান -ইস্টবেঙ্গল। শিল্ড জয়কে পাখির চোখ করে ইতিমধ্যেই দল ঘোছাতে শুরু করেছে লাল হলুদ শিবির। সেখানে নতুন সংযোজন তিন বাঙালি ফুটবলার। মনোতোষ মাজি (Manotosh Maji) , বিক্রম প্রধান (Bikram Pradhan) এবং সঞ্জয় ওরাওকে (Sanjay Orao) দলে দিয়েছে মশাল ব্রিগেড। তিনজনেরই লক্ষ্য কলকাতা লিগে ভালো খেলে আগামী আইএসএলে (ISL ) ইস্টবেঙ্গলের পাকাপাকি জায়গা করে নেওয়া।
সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের সদস্য মনোতোষ স্ট্রাইকার পজিশনে খেলেন। বিক্রম ডিফেন্ডার আর সঞ্জয় অপ্রতিরোধ্য মিডফিল্ডার পজিশনে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)আগেই বলেছিলেন কলকাতা লিগের ম্যাচে ভূমিপুত্রদের উপস্থিতি বাড়াতে হবে। সেই কথা মাথায় রেখেই এই তিন বঙ্গসন্তানকে সই করালো লাল হলুদ শিবির। এবারের লিগে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুজনেই রয়েছে গ্রুপ এ-তে। গ্রুপটিতে মহামেডান, ডায়মন্ড হারবার এফসির মত শক্তিশালী দলকে রাখা হয়েছে। যেভাবে সূচি সাজানো হয়েছে তাতে সপ্তম রাউন্ডে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল মানে কলকাতা লিগের ডার্বি অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ইস্টবেঙ্গল কর্তারা বলছেন প্রতি ম্যাচে জয় তাদের প্রথম লক্ষ্য। সেই মতো অনুশীলনে ব্যস্ত ফুটবলাররা।

–

–

–

–

–

–

–

–
–
–
–
–
–
–
–


