Wednesday, November 19, 2025

রামমন্দিরের প্রসাদ নিয়ে দুর্নীতিচক্র উত্তরপ্রদেশে, ১০ কোটি টাকার বেশি জালিয়াতি!

Date:

Share post:

নির্বাচনী বৈতরণী পার হতে ঘটা করে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর এবার সেই রামলালার প্রসাদ নিয়ে বিপুল অংকের জালিয়াতি বিজেপি শাসিত উত্তরপ্রদেশেই (Uttarpradesh)। প্রসাদ বিতরণের নামে অনলাইনে প্রায় ১০ কোটি টাকারও বেশি প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ (Ram Mandir Prasad Scam)। মূলচক্রীকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশের সাইবার ক্রাইম বিভাগ(Cyber Crime department, UP Police)।

জানা গেছে, রামলালার প্রাণপ্রতিষ্ঠাকে কেন্দ্র করে ভক্তদের উন্মাদনাকে কাজে লাগিয়ে একটি ভুয়ো ওয়েবসাইট তৈরি করেছিলেন গাজিয়াবাদের বাসিন্দা মূল অভিযুক্ত আশিস সিং। khadiorganic.com নামের ওই ওয়েবসাইট থেকে অর্ডার করলেই রাম মন্দিরের প্রসাদ বাড়িতে পৌঁছে যাবে বলে জানানো হয়েছিল। মন্দিরের রেপ্লিকা, কয়েন বিক্রির ভুয়ো বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল। প্রসাদের জন্য ভারতীয়দের কাছ থেকে মাথাপিছু এগারো ডলার এবং প্রবাসীদের কাছ থেকে ৫১ ডলার আদায় করেন আশিস। পাশাপাশি নিজেকে সিয়াটলের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির প্রফেসর বলেও দাবি করেছেন। পুলিশ জানিয়েছে শুধুমাত্র রাম মন্দিরের প্রসাদের জন্যই প্রায় ৪ কোটি টাকা জমা পড়ে বলে অভিযোগ। বাকি অন্য সব কিছু নিয়ে জালিয়াতির মোট অর্থের পরিমাণ প্রায় সাড়ে দশ কোটি টাকা। এরপরই মূলচক্রী আমেরিকা সফরে চলে যান। রাম মন্দির ট্রাস্টের তরফে ওয়েবসাইটের ব্যাপারে অভিযোগ জানার পরই তদন্তে নেমে আশিসের বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় করে অযোধ্যা পুলিশ। অবশেষে ভারতে ফিরতেই তাঁকে গ্রেফতার করা হয়। এখনও পর্যন্ত পৌনে চার লক্ষ টাকার কাছাকাছি উদ্ধার করে প্রতারিতদের ফিরিয়ে দেয়া সম্ভব হয়েছে। বাকি টাকা উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। বিজেপি রাজ্যে রামমন্দিরের প্রসাদ দুর্নীতি নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা।

 

spot_img

Related articles

বালিতে যুব তৃণমূলের প্রতিবাদ-মিছিলে জনস্রোত! বিজেপির SIR চক্রান্তের অভিযোগ স্নেহাশিসের

বাংলার প্রকৃত ভোটারদের নাম বাদ দিতে তাড়াহুড়ো করে এই রাজ্যে এসআইআর করছে কেন্দ্রের বিজেপি সরকার। এর বিরুদ্ধে আমরা...

পুরসভা প্রতিবাদের আঁতুড়ঘর! বাংলার মনীষীদের অপমানের ঘটনায় কড়া সুর মেয়রের

বাংলার কৃষ্টি-সংস্কৃতি ও মনীষীদের ক্রমাগত অপমান-অসম্মানের বিরোধিতায় উত্তাল হল কলকাতা পুরসভা। ডবল ইঞ্জিন বিজেপি সরকারের নেতা-মন্ত্রীরা যেভাবে রামমোহন...

যাতায়াতের আগে জেনে নিন: ডিসেম্বর-মার্চে ২৪টি ট্রেন বাতিল! প্রকাশ রেলের পূর্ণ তালিকা

জাঁকিয়ে শীতের মরশুম এগিয়ে আসছে। আর সেই সঙ্গে বাড়ছে কুয়াশার দাপটের আশঙ্কা। কমতে থাকা দৃশ্যমানতার কারণে নিরাপদ ও...

ট্রেকিংয়ে গিয়ে রহস্যমৃত্যু কাস্টমস অফিসারের

ট্রেকিংয়ে গিয়ে রহস্যমৃত্যু আগরপাড়া চার নম্বর মহাজাতিনগরের বাসিন্দা সুমন দেবনাথের। গত শুক্রবার সিকিমের গোয়েচা লা ট্রেকিংয়ে যাওয়ার জন্য...