সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনেও বৃষ্টি নিয়ে সুখবর শোনাতে পারল না আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। থমকে আছে মৌসুমী বায়ু, অগত্যা কখনও সূর্যের চোখ রাঙানি আবার কখনও মেঘলা আকাশে আর্দ্রতাজনিত অস্বস্তি নিয়ে হাঁসফাঁস অবস্থায় সোমবারে সকাল শুরু হয়েছে। পুরুলিয়া- বাঁকুড়ায় বাড়ছে গরম। আগামী দু-তিন দিনে বেশ কয়েকটি জেলায় উষ্ণতার পারদ ঊর্ধ্বমুখী হতে পারে। হাওয়া অফিস (Weather Department) সূত্রে জানা যাচ্ছে, আপাতত দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিবেশ নেই। আগামী ১২ জুন পর্যন্ত এমনই আবহাওয়া থাবে।

গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে আটকে আছে মৌসুমী বায়ু। তাই আপাতত দক্ষিণে ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী বুধবার পর্যন্ত কলকাতা (Kolkata) , হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া তীব্র গরম অনুভূত হবে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। দু এক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আজ কলকাতার তাপমাত্রা ৩৭ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৫৭ থেকে ৯৪ শতাংশ। পশ্চিমের জেলায় উষ্ণতার পারদ পৌঁছে যেতে পারে ৩৯ ডিগ্রির কাছাকাছি।

–

–

–

–

–

–

–

–
–
–
–
–
–
–
–

