Monday, November 17, 2025

মিলে গেল মোহনবাগানের দুই পক্ষ, তৈরি সেরা একাদশ

Date:

Share post:

দীর্ঘ নির্বাচনী লড়াই শেষ। মোহনবাগানে(Mohunbagan) মিলে গেল দুই প্রতিপক্ষ শিবির। আভাসটা বেশ কয়েকদিন ধরেই ছিল, সোমবার তারই আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল। মোহনবাগান তাঁবুতে একেবারে সাংবাদিক সম্মেলন করে দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বোস(Srinjoy Bose) তাদের ঐক্যের কথা ঘোষণা করে দিলেন। নির্বাচন কার্যত বাতিল। মোহনবাগানে এবার তৈরি হল সেরা একাদশ। যার সচিব পদে বসলেন সৃঞ্জয় বোস(Srinjoy Bose)। ঘোষণা না হলেও সভাপতি যে দেবাশিস দত্তই(Debashis Dutta) হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

এদিন ক্লাব তাঁবুতে আধ ঘন্টার ফারাকে আসেন দেবাশিস দত্ত(Debashis Dutta) এবং সৃঞ্জয় বোস(Srinjoy Bose)। উপস্থিত ছিলেন মোহনবাগানের সহ সভাপতি কুণাল ঘোষও(Kunal Ghosh)। এরপরই সেই দৃশ্য। একসঙ্গে দেবাশিস ও সৃঞ্জয় বোস গেলেন মনোনয়ন জমা দেওয়ার দিকে। সঙ্গে অন্যান্য সদস্য সমর্থকরাও। ছিলেন সহ সভাপতি কুণাল ঘোষও। সেখানেই সচিব পদের জন্য একমাত্র মনোনয়ন জমা দিলেন সৃঞ্জয় বোস। নিজের মনোনয়ন না দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছেন দেবাশিস দত্ত। এদিন দুই পক্ষের প্রস্তাবিত তালিকাও জমা দিয়েছেন তারা।

এরপরই সরকারীভাবে দুই পক্ষের এক হওয়ার বার্তা। সেইসঙ্গে মোহনবাগানের(Mohunbagan) সেরা একাদশের কথাও শোনা গেল দেবাশিস, সৃঞ্জয়ের গলায়।

নতুন সচিব হয়ে সৃঞ্জয় বোস বললেন, “আমরা একটা জায়গায় এসে দেখলাম, এই লড়াইটা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, সেখানে লাগাম দিতে হবে। হ্যাঁ আমার সাথে ব্যক্তিগত প্রবলেম হয়েছিল। সেটা কথা বার্তায় ঠিক হয়েছে। আমাদের লক্ষ্য মোহনবাগানের ভালো হওয়া। এটাই শ্রেষ্ঠ একাদশ। সভাপতি পদে আমি কিন্তু দেবাশিস দত্তকে ভাবতেই পারি”।

অন্যদিকে দেবাশিস দত্ত জানিয়েছেন, “সৃঞ্জয় আমার অত্যন্ত ভালো বন্ধু। সৌমিকের সাথেও তাই। যেকোনো কারণেই হোক দুটো দল হয়েছিল। আমি এবং সৃঞ্জয় বসেছিলাম।আলোচনার ভিত্তিতে বেস্ট কর্মকর্তা টিম তৈরি করেছি। মোহনবাগানের সদস্য, সমর্থকদের কাছে কৃতজ্ঞ। আরেকটা কথা আমি কিন্তু নমিনেশন জমা দিইনি”।

স্বভাবতই প্রশ্ন ওঠে তবে কী টুটু বোসকে আর দেখা যাবে না মোহনবাগান। না তেমন কোনও সম্ভাবনা নেই। তাঁর জন্য তৈরি হতে পারে নতুন কোনও আলঙ্কারিক পদ। অন্যদিকে মোহনহাগানের সংবিধানেও কিছু পরিবর্তন আসতে পারে বলে শোনা যাচ্ছে। সেখানে সভাপতির হাতে কিছু ক্ষমতা থাকতে পারে। এদিন সব মিলিয়ে দুই পক্ষের প্যানেল অনুযায়ী ২২টি নমিনেশন জমা পড়েছে। সেখানেই রয়েছে বেশ কিছু চমক।

সৃঞ্জয় বোস সচিব হয়ে গিয়েছেন। অর্থসচিব হতে চলেছেন সুরজিৎ বোস। ক্রিকেট সচিব হিসাবে ফের ফিরতে চলেছেন সম্রাট ভৌমিক। তেমনই আবার দেবাশিস দত্তর শিবির থেকে কোষাধ্যক্ষ হতে চলেছেন সন্দীপন বন্দ্যোপাধ্যায়, সহ সচিব হতে চলেছেন সত্যজিৎ চট্টোপাধ্যায়।

spot_img

Related articles

সাজঘরে ক্রিকেটারদের ধমক কোচের! দায় এড়াতে পারবেন না গুরু গম্ভীরও

ইডেনে পছন্দের পিচে হারের পরই বদলে গিয়েছে ভারতীয় দলের পরিবেশ। থমথমে পরিবেশ ভারতীয় দলের। শোনা যাচ্ছে  ম্যাচের পর...

অযোগ্যদের ইন্টারভিউয়ে ডাক! একাদশ-দ্বাদশের ফল নিয়ে অভিযোগে হাই কোর্টে ফের মামলা

বিতর্ক আর মামলা পিছু ছাড়ছে না এসএসসি-র। সদ্য SSC ২০২৫-এর একাদশ-দ্বাদশের ফল প্রকাশ হয়েছে। এবার সেই ফল নিয়ে...

”বলিউডে সবাই পুত্রসন্তান চায়’, লিঙ্গ বৈষম্য নিয়ে ফের বিতর্কে জড়ালেন কঙ্গনা

বরাবরই বিতর্কিত মন্তব্যের জন্য সংবাদ শিরোনামে থাকে কঙ্গনা রানাউত(Kangana Ranaut )। বলিউড অভিনেত্রী এখন বিজেপির সাংসদ। কিন্তু জনপ্রতিনিধি...

এসটিএফের তল্লাশিতে নায়ারণপুরে গাড়িতে উদ্ধার পাঁচ কোটি

রাজ্যে ফের বিপুল টাকা  উদ্ধার। তবে ইডির হানায় নয়, এসটিএফের(STF) তল্লাশিতে। নায়ারণপুর এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার নগধ...