Thursday, August 21, 2025

বেঙ্গালুরুর ঘটনায় বিমর্ষ রাহুল দ্রাবিড়

Date:

Share post:

আরসিবির(RCB) সেলিব্রেশনকে ঘিরে বেঙ্গালুরুতে(Bangalore) ভয়ঙ্কর ঘটনা। পদপিষ্ট হয়ে প্রান হারিয়েছেন ১১ জন সমর্থক। এরপরই দেশ জুড়ে নানান বিতর্ক শুরু হয়েছে। আরম্ভ হয়েছে সমালোচনাও। এমন পরিস্থিতিতেই এবার মুখ খুলেছেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়(Rahul Dravid)। বেঙ্গালুরুতে এমন ঘটনা একেবারেই মেনে নিতে পারছেন না রাহুল দ্রাবিড়(Rahul Dravid)। এটা একেবারেই মেনে নিতে পারছেন না ভারতীয় প্রাক্তন তারকা ক্রিকেটার তথা কোচ।

এবারই প্রথমবার আইপিএল(IPL) চ্যাম্পিয়ন হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। পরের দিনই বেঙ্গালুরুতে বিরাট সেলিব্রেশনের আয়োজন করা হয়েছিল আরসিবির তরফে। সেখানেই ঘটে যত বিপত্তি। বিরাট কোহলিদের(Virat Kohli) সেলিব্রেশন দেখতে এসে আর ফিরে যাওয়া হয়নি ১১ জনের। স্টেডিয়ামের বাইরে অগুন্তী মানুষের ভিড়। আর তাতেই চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা দিয়েছিল স্টেডিয়ামের বাইরে। আর তাতেই প্রাণ হারিয়েছিলেন ১১ জন।

এই ঘটনার পরই সরব হয়েছেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। শোক প্রকাশ করেছেন বর্তমান ক্রিকেটাররাও। বেঙ্গালুরুতে এমন ঘটনায় বিমর্ষ রাহুল দ্রাবিড়। তিনি জানিয়েছেন, “আমি অত্যন্ত হতাশ। বেঙ্গালুরু সবসময়ই একটা ক্রীড়াপ্রেমি জায়গা। শুধুমাত্র ক্রিকেটই নয়, সমস্ত রকমের খেলাই এখানে অত্যন্ত জনপ্রিয়। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি রইল সহমর্মিতা। এমন একটা হৃদয়বিদারক ঘটনা একেবারেই ঘটা উচিৎ ছিল না”।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই আরসিবির কয়েকজন আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। চলছে তদন্তও। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

spot_img

Related articles

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...