Thursday, August 21, 2025

মুখ্যমন্ত্রীকে কুকথা! শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব বিধানসভায়

Date:

Share post:

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘পাকিস্তানের হয়ে কথা বলা’ মন্তব্যকে ঘিরে ফের উত্তাল হল পশ্চিমবঙ্গ বিধানসভা। মঙ্গলবারের এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের সূত্রপাত হয়। তৃণমূল কংগ্রেস কড়া ভাষায় এর প্রতিবাদ জানিয়ে শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল। এরপরই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আনুষ্ঠানিকভাবে নোটিশ জমা দেন। তাঁদের বক্তব্য, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের অবমাননাকর ও মিথ্যাভাষণ বিধানসভার মর্যাদাকে খাটো করেছে। বুধবার অধিবেশনে এই বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন স্পিকার। পাশাপাশি তিনি মন্তব্য করেন, বিরোধী দলনেতার এই মন্তব্য ‘অনভিপ্রেত’ এবং মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিকৃত ব্যাখ্যা দেওয়া হয়েছে।

তৃণমূলের অভিযোগ, বিধানসভার বাইরে সংবাদমাধ্যমের সামনে শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী ‘পাকিস্তানের হয়ে কথা বলছেন’। এর আগে ১৭ ফেব্রুয়ারি অসংসদীয় আচরণের জন্য শুভেন্দু ও আরও তিন বিজেপি বিধায়ককে একমাসের জন্য সাসপেন্ড করেছিলেন স্পিকার। ১১ মার্চও তাঁর একটি মন্তব্যকে ঘিরে বিধানসভায় নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছিল।

এদিন ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এর প্রস্তাব নিয়েও বিধানসভায় হাইভোল্টেজ বিতর্ক হয়। বিজেপি প্রশ্ন তোলে, কেন প্রস্তাবে ‘সিঁদুর’ শব্দটি বাদ রাখা হল? এর উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে, তার কোনও ধর্ম নেই। সেনার শহিদদের প্রতি আমাদের সমর্থন অটুট।”

অন্যদিকে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, তৃণমূল সরকার সেনার কৃতিত্বকে খাটো করার জন্য ইচ্ছাকৃতভাবে এই শব্দ বাদ দিয়েছে। তিনি ‘টার্গেট কিলিং’ এবং ‘অপারেশন সিঁদুর’ শব্দগুলি প্রস্তাবে অন্তর্ভুক্ত করার দাবি তোলেন।

ওবিসি সংরক্ষণ নিয়েও তর্কাতর্কিতে জড়ায় শাসক ও বিরোধীপক্ষ। বিজেপির অভিযোগ, ধর্মীয় ভিত্তিতে সংরক্ষণ দেওয়া হচ্ছে, যা অসাংবিধানিক। মুখ্যমন্ত্রী পাল্টা বলেন, “ওবিসি শংসাপত্র দেওয়া হয়েছে সম্পূর্ণ আর্থিক অনগ্রসরতার ভিত্তিতে, ধর্মের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।”

সরকারি সূত্র জানাচ্ছে, আসন্ন সোমবার বাদল অধিবেশনের মধ্যেই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিধানসভাতেই মন্ত্রিসভার বৈঠক বসতে পারে। সব মিলিয়ে বাদল অধিবেশনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ফের একবার তাপ-উত্তাপ চরমে। কীভাবে পরিস্থিতি সামাল দেয় সরকার ও বিরোধী শিবির, এখন তাকিয়ে রাজনৈতিক মহল।

আরও পড়ুন – আর জি কর রিপোর্টে অসন্তোষ নির্যাতিতার বাবা-মায়ের! কটাক্ষ শাসকদলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...