কোভিড পোর্টালে বাংলার তথ্য আপলোড দেরিতে হওয়া নিয়ে কেন্দ্রের অভিযোগ ওড়াল রাজ্য (Govt of WB)। স্বাস্থ্যভবন (Swasthya Bhawan) জানিয়েছে, রাজ্য কোনও কিছু গোপন করছে না বরং সঠিক তথ্য যাচাই করে আপলোড করতে সময় নেওয়া প্রয়োজনীয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) তরফে বুধবার কোভিড পোর্টালের তথ্য তুলে বলা হয় যে, গত ৪৮ ঘণ্টা ধরে রাজ্যের আক্রান্ত-মৃত্যুর তথ্য অমিল কেন্দ্রীয় পোর্টালে।পশ্চিমবঙ্গের জায়গায় নাকি লেখা ‘Covid 19 data awaited’। এরপরই বাংলার বিরুদ্ধে করোনা আক্রান্তের সংখ্যা গোপনের অভিযোগ আনে কেন্দ্র। এবার পাল্টা জবাব দিল রাজ্য।

স্বাস্থ্যভবন জানিয়েছে, কোনও তথ্য গোপন করা হচ্ছে না বিভিন্ন বেসরকারি হাসপাতালে আক্রান্ত বা মৃতের সংখ্যা নিয়ে যাতে কোনও ভুল তথ্য না ছড়ায় সেই কারণে প্রতিটি ইনপুট যাচাই করতে হচ্ছে। এতে বেশ কিছুটা সময় লাগছে। বাংলায় সংক্রমিতদের সংখ্যার নিরিখে এখনও পর্যন্ত আতঙ্কিত হওয়ার কিছু নেই। কোভিড পরিস্থিতির উপর যে সরকারের সদা নজর রয়েছে তা বারবার বলছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে করোনা সংক্রান্ত বৈঠকও করেন। স্পষ্ট বলেন, “আমরা সতর্ক আছি। প্রস্তুতি নেওয়া আছে। এটা নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই।” সাবধানতা অবলম্বন করতে একগুচ্ছ পরামর্শ দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, যদি কারও অন্য কোনও রোগ বা কোমরবিডিটি থাকে, তাহলে সতর্ক থাকুন।

–

–

–

–

–

–

–

–
–
–
–
–
–
–
–
–