Friday, January 16, 2026

সিট – ছাদ ফুটো, বাথরুমে নেই দরজা! অমরনাথে যেতে সেনাকে বাতিল ট্রেন উপহার মোদির

Date:

Share post:

বাথরুমে দরজা-জানলা নেই। নোংরা অপরিচ্ছন্ন প্যান। ভাঙাচোরা জানলা, বাঙ্কার। আলো-পাখা নেই। পুরু ধুলোর আস্তরণে ঢাকা গুটিকয় আসন। ছড়িয়ে-ছিটিয়ে খাবার, ইতিউতি ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মাকড়সা। জলের কল ভেঙে মেঝেতে বন্যা। অমরনাথ যাত্রায় নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানদের জন্য এমনই জরাজীর্ণ ট্রেন বরাদ্দ করেছে বিজেপি সরকার! আসলে সেনাকে নিয়ে শুধু মুখেই বড়-বড় কথা। বীর জওয়ানদের প্রতি বিজেপি সরকারের সম্মানের এমন বহর দেখলে চোখে জল আসবে। মাত্র কয়েকসপ্তাহ আগেই যে জওয়ানদের বীরত্বে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের রুদ্ররূপ দেখেছিল গোটা বিশ্ব, সেই জওয়ানদের জন্য এবার যাচ্ছেতাই ব্যবস্থাপনা বিজেপি সরকারের। যদিও সেনার নামে রাজনৈতিক ফায়দা তোলার সময় বিজেপি নেতাদের জুড়ি মেলা ভার।

ভোটের আগে বাজার গরম করতে বাংলা-বিহারে এসে ‘অপারেশন সিঁদুর’-এর কৃতিত্ব আত্মসাৎ করে নিজেই নিজেকে জঙ্গিনিধনের কান্ডারি প্রমাণ করতে চেয়েছেন প্রধানমন্ত্রী মোদি। আর তাঁর দেখাদেখি বিজেপির অন্য নেতারাও অম্লানবদনে ধর্মীয় সুড়সুড়ি দিয়ে সেনাবাহিনীর নামে রাজনৈতিক ফায়দা লুটছেন। এখানেই তৃণমূল কংগ্রেসের স্পষ্ট প্রশ্ন, দেশের জওয়ানদের নিয়ে আর কত রাজনৈতিক ফায়দা লুটবেন মোদিজি? আর কতদিন এই দ্বিচারিতার রাজনীতি করবেন?

আগামী ৩ জুলাই থেকে শুরু হচ্ছে এবছরের অমরনাথ যাত্রা। তীর্থযাত্রীদের জন্য ঢাক পিটিয়ে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। কিন্তু তীর্থযাত্রীদের নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানদের জন্য বিজেপি সরকারের ব্যবস্থাপনা কেমন? রীতিমতো ভিডিও করে সেই তথৈবচ ব্যবস্থা তুলে ধরেছেন জওয়ানরাই। স্বরাষ্ট্রমন্ত্রক ও রেলমন্ত্রকের যৌথ উদ্যোগে বিএসএফ জওয়ানদের জন্য বরাদ্দ করা হয়েছে ভাঙাচোরা, জরাজীর্ণ ট্রেন। যেখানে আলো-পাখা তো দূরঅস্ত, বসার জন্য আসন পর্যন্ত নেই। চারদিকে নোংরার স্তূপ, ঘুরে বেড়াচ্ছে আরশোলা। নিতান্ত ময়লা, অপরিষ্কার, অস্বাস্থ্যকর পরিবেশ! সেই ট্রেনের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে, সেনাবাহিনীর জন্য রেল ইয়ার্ডে ধুঁকতে থাকা পরিত্যক্ত ভাঙাচোরা ট্রেন বরাদ্দ করা হয়েছে।

ট্রেনের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিএসএফ জওয়ানরাই। তাঁরাই ভিডিওতে বলছেন, রেলমন্ত্রক দেশের অন্যতম লাভজনক প্রতিষ্ঠানগুলির একটি। দেশের উচ্চবিত্ত যাত্রীদের জন্য রয়েছে প্রিমিয়াম ক্লাসের আরামদায়ক বন্দে ভারত এক্সপ্রেস। আর সেনাবাহিনীর জন্য বরাদ্দ করা হয়েছে এই ভগ্নপ্রায় পরিত্যক্ত ট্রেন। সেই ভিডিও শেয়ার করে সেনার প্রতি বিজেপি সরকারের লোকদেখানো সম্মানের তীব্র নিন্দা করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় দলের সাফ বক্তব্য, দেশের বীর সৈনিকদের প্রতি মোদি সরকারের সম্মানের নমুনা দেখুন! অমরনাথ যাত্রার নিরাপত্তার দায়িত্বে আছেন যে বিএসএফ জওয়ানরা তাঁদের জন্য মোদি সরকার বরাদ্দ করেছে জরাজীর্ণ ট্রেন। এটাই কি বীর সেনানীদের প্রতি আমাদের সম্মান?

আরও পড়ুন – ওবিসি তালিকা নিয়ে বিজেপির ‘মিথ্যাচার’ ফাঁস তৃণমূলের! শুভেন্দুকে কটাক্ষ কুণালের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বাড়ল এসআইআরে অভিযোগ জমা নিষ্পত্তির সময়সীমা 

বাংলার শাসকদলের (TMC) অভিযোগ সত্যি বলে প্রমাণিত হল। এসআইআরের (SIR) জন্য নির্ধারিত সময়সীমা যে যথেষ্ট নয় তা বুঝে...

আজ কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে, জেলায় জেলায় রেকর্ড পারদ পতন 

শুক্রবার সকালে নিম্নমুখী তাপমাত্রা, ১২ ডিগ্রির ঘরে কলকাতার পারদ। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত। মহানগরী-সহ কলকাতার সর্বত্র কুয়াশার...

‘আবার জিতবে বাংলা’ কর্মসূচিতে আজ পশ্চিম মেদিনীপুরে অভিষেক, সভায় রেকর্ড জমায়েতের সম্ভাবনা

ডায়মন্ড হারবারের গন্ডি ছাড়িয়ে সেবাশ্রয় পৌঁছে গেছে নন্দীগ্রামে। বৃহস্পতিবার সেখানে স্বাস্থ্য শিবির পরিদর্শনের পর শুক্রবার পশ্চিম মেদিনীপুরে 'রণসংকল্প...

মহাকাল মন্দিরের শিলান্যাস থেকে সার্কিট বেঞ্চের উদ্বোধন, আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন সূত্রে জানা গেছে শুক্রবার দুপুরে দমদম বিমানবন্দর...