দেড় লাখের ভেন্টিলেটর ৪.২ লাখে! মোদির PM CARES দুর্নীতি ফাঁস তৃণমূলের

Date:

Share post:

করোনার সময়ে হাজার হাজার কোটি টাকা তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গাল ভার নাম ছিল পিএম কেয়ার্স ফান্ড (PM CARES Fund)। বিরোধীরা বারবার সরব হয়েছিলেন সেই তহবিলের তথ্য পেশের জন্য। বারবার সেই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার মন্ত্রিসভা। এবার তৃণমূল সাংসদ সাকেত গোখলের (Saket Gokhale) প্রশ্নের উত্তরে পর্দাফাঁস হল পিএম কেয়ার্সের সেই দুর্নীতি। কীভাবে মানুষের থেকে টাকা তুলে দেড় লাখের বাতিল ভেন্টিলেটর (ventilator) চার লাখে কিনেছিল মোদি সরকার, সেই তথ্য ফাঁস করল তৃণমূল।

তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর নিজস্ব পিএম কেয়ার্স ফান্ড জানিয়েছে, করোনার সময়ে কেনা হয়েছিল ৫০ হাজার ভেন্টিলেটর। যার পেছনে ফান্ড থেকে খরচ হয়েছিল ২১৪৬,৬২,৩০,১৪০ কোটি টাকা অর্থাৎ এক একটি পিএম কেয়ার্স ভেন্টিলেটরের দাম ছিল ৪.২ লক্ষ টাকা। তথ্য অনুযায়ী যে সংস্থা থেকে এই ভেন্টিলেটর কেনা হয়েছিল সেই এডিভিএ (AgVa) সংস্থার সিইও (CEO) দাবি করছেন, তাঁদের একটি ভেন্টিলেটরের দাম ১.৫ লক্ষ টাকা। অথচ পিএম কেয়ার্স তার জন্য দিয়েছে ৪.২ লক্ষ। সেই সঙ্গে সংস্থার তথ্য তুলে ধরেন সাকেত।

এখানেই শেষ নয়, এই ভেন্টিলেটর (ventilator) নিয়ে নরেন্দ্র মোদির দুর্নীতির আরও পর্দা ফাঁস করেছেন সাকেত। তিনি উল্লেখ করেন, ২০২০-২১ সালে বহু সরকারি হাসপাতাল পিএম কেয়ার্সের (PM CARES fund) ভেন্টিলেটর বাতিল করেছিল সেগুলি ত্রুটিপূর্ণ (faulty) হওয়ার কারণে। ২০২১ সালের মে মাসে বম্বে হাই কোর্ট (Bombay High Court) পিএম কেয়ার্সের ত্রুটিপূর্ণ (faulty) ভেন্টিলেটরের অভিযোগে কড়া বার্তা দিয়েছিল কেন্দ্রের সরকারকে।

করোনা অতিমারির সময়ে পিএম কেয়ার্সের এই ব্যাপক দুর্নীতি তুলে ধরে দুটি প্রশ্ন তোলেন সাকেত (Saket Gokhale)। এক, কেন পিএম কেয়ার্স ফান্ড একটি ভেন্টিলেটরে ৪.২ লক্ষ খরচ করেছিল যখন তার দাম ছিল ১.৫ লক্ষ? দুই, পিএম কেয়ার্স ভেন্টিলেটর এত বেশি দামে কিনেও কেন সেগুলি ত্রুটিপূর্ণ হল? পিএম কেয়ার্স একটি দুর্নীতি। মোদি দান হিসেবে কোটি কোটি নিয়েছিলেন এবং জনগণের কাছে তাঁর ব্যক্তিগত তহবিল লুকিয়েছেন।

spot_img

Related articles

শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ওভারে জয়, ফাইনালের আগে গম্ভীরের চিন্তা বাড়ালেন বোলাররা

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ নিতান্তই নিয়মরক্ষার। ভারত আগেই ফাইনালে চলে গিয়েছে। শ্রীলঙ্কার আবার সেই সম্ভাবনা নেই। কিন্তু রবিবার পাকিস্তানের...

লাদাখের কণ্ঠরোধে বল প্রয়োগ: সোনমকে পাঠানো হল যোধপুর জেলে, শহরে বন্ধ ইন্টারনেট

আন্দোলনের অন্যতম চালক পরিবেশকর্মী সোনম ওয়াংচুকে (Sonam Wangchuk) গ্রেফতার করলেই ক্ষোভ ছড়িয়ে পড়বে, আন্দাজ করেছিল অমিত শাহের (Amit...

শাহর বিরুদ্ধে মূর্তি ভাঙার অভিযোগকারী, তারই পুজোর উদ্বোধনে স্বরাষ্ট্রমন্ত্রী!

স্বরাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। দাবি করেছিলেন, অমিত শাহর প্ররোচনায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপির গুণ্ডাবাহিনী। শুক্রবার কলকাতায়...

কলকাতা থেকে জেলায় পুজো দেখতে বেরিয়ে হয়রান! এক App-এই সমাধান রাজ্য পুলিশের

কখনও পুজোর প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে খুঁজে না পাওয়া। আবার কখনও যানজটে আটকে যাওয়া। কলকাতা শহর থেকে জেলা শহরে...