Sunday, November 9, 2025

নাইটহুড পেলেন ডেভিড বেকহ্যাম, শুভেচ্ছা বার্তার ঢল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

ফুটবলে আকাশছোঁয়া সাফল্যের পাশাপাশি চ্যারিটিতেও তিনি সকলের থেকে এগিয়ে। নাইটহুড উপাধি পেলেন ইংল্যান্ডের কিংবদন্তী ফুটবলার ডেভিড বেকহ্যাম(David Beckham)। ফুটবলে তো তাঁর বহু সাফল্য। সেইসঙ্গে চ্যারিটিতেও ডেভিড বেকহ্যাম(David Beckham) এগিয়ে রয়েছে অনেকের থেকে। ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর পদেও রয়েছেন ডেভিড বেকহ্যাম। অবশেষে সেই বেকহ্যামকেই নাইটহুড(Knighthood) উপাধিতে ভূষিত করল ইংল্যান্ডের রাজা তৃতীয় চার্লস(King CharlesIII)। তাঁর জন্মদিনেই এই বিশেষ সম্মান পেলেন ব্রিটিশ ফুটবলের কিংবদন্তী ফুটবলার।

দেশের জার্সি থেকে ক্লাবের জার্সি, ডেভিড বেকহ্যামের(David Beckham) দুরন্ত পারফরম্যান্স বারবার মুগ্ধ করেছে গোটা বিশ্বকে। তাঁর ঝুলিতে হয়ত বিশ্বকাপ নেই একটাও। কিন্তু ফুটবলের ময়দানে গড়েছেন বহু কীর্তি। ফুটবল ছাড়ার পর থেকেই চ্যারিটিতে মন দিয়েছিলেন ডেভিড বেকহ্যাম। এরপরই ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর হয়ে উঠেছিলেন বেকহ্যাম। তবে নাইট হুডটা বেশ কয়েক বছর আগেই পেয়ে যেতে পারতেন তিনি। কিন্তু কর ফাঁকের একটা মামলায় তাঁর নাম জড়ানোর পরই সেবার হাতছাড়া হয়েছেন বেকহ্যামের নাইডহুড।

মাঝে কেটে গেছে ১৩টা বছর। অবশেষে সেই ঐতিহ্যের নাইটহুড উঠল বেকহ্যামের হাতে। এখন থেকে তাঁকে স্যার ডেভিড বেকহ্যাম বলেই ডাকা হবে। বেকহ্যামের এই অনুষ্ঠানে বসেছিল তাঁদের হাট। ছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন সহ আরও অন্যান্য তারকারাও।

দেশের জার্সিতে ১১৫টি ম্যাচ খেলেছেন ডেভিড বেকহ্যাম। তাঁর নিখুঁত ফ্রিকিক এখনও গোটা বিশ্বের ফুটবল ভক্তদের স্মৃতিতে টাটকা হয়ে রয়েছে। অ্যালেক্স ফার্গুসনের হাত ধরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সেরা সময়ের অন্যতম প্রধান সেনাপতি ছিলেন বেকহ্যাম। দিতেছেন ছটি ইংলিশ প্রিমিয়ার লিগ।

এছাড়াও জিতেছেন একটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিও। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়াও তিনি খেলেছেন রিয়্যাল মাদ্রিদ, এসি মিলান, প্যারি সাঁজা সহ অন্যান্য সেরা ক্লাবে। এবার সেই বেকহ্যামকেই নাইটহুড দিলন তৃতীয় চার্লস।

spot_img

Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...