Friday, August 22, 2025

মুচিপাড়ায় বৃদ্ধা খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত! উদ্ধার সোনার গয়না

Date:

Share post:

কলকাতার মুচিপাড়ায় বছর ছিয়াত্তরের এক বৃদ্ধাকে খুন করে গয়নালুঠের ঘটনার তিনদিনের মাথায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ধৃতের নাম ময়মুর আলি গাজি (৫৩), যিনি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানা এলাকার বাসিন্দা। শনিবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়।

ধৃতের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করেছে চারটি সোনার চুড়ি, দুটি সোনার আংটি, একটি সোনার লকেট এবং কিছু রুপোর গয়না—যা নিহত বৃদ্ধা নমিতা পালের বলে অনুমান।

প্রসঙ্গত, দিন তিনেক আগে মুচিপাড়া থানার সার্পেন্টাইন লেনের একটি বাড়ি থেকে নমিতা পালের মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা জানান, বৃদ্ধা একাই থাকতেন। তাঁর দুই ছেলেই অনেক আগে প্রয়াত হয়েছেন। বুধবার সন্ধ্যায় জানালা দিয়ে প্রতিবেশীরা দেখেন, তিনি গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে আছেন।খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে। ঘরের আলমারি খোলা, বিছানা ও আসবাবপত্র তছনছ অবস্থায় ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিল, এটি একটি পরিকল্পিত খুন এবং লুঠের ঘটনা।

লালবাজারের গোয়েন্দা বিভাগ ময়নাতদন্তের রিপোর্টে নিশ্চিত হয়, নমিতা দেবীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এরপর বিভিন্ন সিসিটিভি ফুটেজ, প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ ও ঘটনাস্থলে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণের মাধ্যমে তদন্ত এগোয়। সেই সূত্র ধরেই শুক্রবার গভীর রাতে অভিযুক্ত ময়মুর আলির বাড়িতে হানা দেয় পুলিশ। শনিবার তাকে আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে হেফাজতে নিয়ে আরও জেরা করা হবে। তদন্তকারীদের মতে, একাধিকবার নমিতা দেবীর বাড়িতে গিয়েই পরিস্থিতি বুঝে ঠান্ডা মাথায় খুন ও লুঠপাট করেছে অভিযুক্ত। পুরো ঘটনার তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে লালবাজার।

আরও পড়ুন – যাত্রীসুরক্ষায় গাফিলতি? বিমান দুর্ঘটনার ৪৮ ঘণ্টা পর সাফাই কেন্দ্রের মন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...