Friday, November 28, 2025

এত হাওয়াই চটি ভালো লাগলে দোকান দিন: বিজেপির ‘হাফমন্ত্রী’কে মোক্ষম খোঁচা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

এত যদি হাওয়াই চটি ভালো লাগে, তা হলে হাওয়াই চটির দোকান দিন। ব্যবসা মন্দ হবে না!- সোমবার, বিধানসভায় (Bidhansabha) বিজেপিকে মোক্ষম খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শিখ পুলিশ অফিসারকে হাওয়াই চটি ছুড়ে মারার ঘটনা নিয়ে এই দিন উত্তপ্ত হয় বিধানসভার অধিবেশন। বিরোধীদল বিজেপিকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “আমি বিধানসভায় পা রাখলেই ওদের আর কোনও প্রশ্ন থাকে না। বিতর্ক করার মতো যুক্তিও থাকে না। তাই এখন গায়ে পড়ে অপপ্রচার চালায় আর স্লোগান দেয়।”

আহমেদাবাদের (Ahmedabad) ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার দিনই কালীঘাটে গোলমাল পাকাতে যান বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। পুলিশ বাধা দিয়ে প্রিজনভ্যানে তোলার সময় শিখ পুলিশ আধিকারিকের পাগড়ি লক্ষ্য করে প্রতীকী হাওয়াই চপ্পল ছোড়েন সুকান্ত। এই নিয়ে এদিন বিধানসভায় ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বলেন, ”বিজেপির একজন হাফ মন্ত্রী আমার পাড়ার মোড়ে দাঁড়িয়ে পাঞ্জাবী পুলিশ অফিসারকে জুতো ছুড়ে মেরেছে। এতে ওরা ক্ষুব্ধ। আপনি আমার বাড়িতে যেতে পারলে আমিও আপনার বাড়িতে যেতে পারি। আপনারা তো ডাকাতদের সর্দার। গুজরাটের দুর্ঘটনার দিন আমরা রাজনৈতিক সৌজন্য দেখিয়ে কিছু বলিনি। কিন্তু ওই দিন আপনারা আমার পাড়ার মোড়ে নোংরামি করেছেন।” মোক্ষম খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “যেদিন গুজরাতে ঘটনাটা ঘটেছিল, আমরা রাজনৈতিক সৌজন্যের কারণে চুপ ছিলাম। কিন্তু সেই সৌজন্যের অপব্যবহার করবেন না। এত যদি হাওয়াই চটি ভালো লাগে, তা হলে হাওয়াই চটির দোকান দিন। ব্যবসা মন্দ হবে না!”
আরও খবর: দেশে একের পর এক দুর্ঘটনা! মৃত্যু মিছিল নিয়ে বিধানসভা থেকে কেন্দ্রের তোপ মুখ্যমন্ত্রীর

এর পরেই তীব্র আক্রমণ করে মমতা বলেন, “আপনারা তো সব বেঁচে দিচ্ছেন। আমার বিরুদ্ধে এত কুৎসা কেন? অনেক তো চেষ্টা করেছেন একটা কিছু খুঁজে পেয়েছেন? আমি দীর্ঘদিন কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম। চলে আসার পর ত সব ফাইল খুঁজে দেখেছেন কিছু পেয়েছেন কি? তবে সবাইকে চোর বলেন কী করে!“ এদিন বিধানসভার অধিবেশন চালাতে বাধা দেওয়ার অভিযোগে সাসপেন্ড করা হয় মনোজ ওঁরাওকে। তারপরই ওয়াকআউট করে বিজেপি।

spot_img

Related articles

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...

বছর শেষে মার্কিন বাণিজ্য চুক্তিতে ফয়সালা: তার আগেই ভারত সফরে পুতিন!

ভারতের উপর মার্কিন শুল্ক চাপানোর জন্য দায়ী ভারত-রাশিয়া সম্পর্ক, স্পষ্ট বিশ্বের সামনে রেখেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald...

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...