Saturday, August 23, 2025

ওবিসি তালিকা কমিশনের সুপারিশেই! বিভ্রান্তি নয়, বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্য রাজনীতিতে যখন বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই বিধানসভা ও মন্ত্রিসভার মঞ্চ থেকে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে ও মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ওবিসি তালিকা রাজ্য সরকার নিজের ইচ্ছায় তৈরি করেনি, বরং অনগ্রসর শ্রেণি কমিশনের সুপারিশ ও মণ্ডল কমিশনের ভিত্তিতেই তা প্রস্তুত হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, “এই তালিকা আমাদের তৈরি করা নয়। কমিশনের রিপোর্ট অনুযায়ী, আদালতের নির্দেশ মেনেই এই তালিকা চূড়ান্ত করা হয়েছে।” মুখ্যমন্ত্রীর দাবি, তালিকায় মোট ১৪০টি জনগোষ্ঠী রয়েছে, যার মধ্যে ৮০টি মুসলিম ও ৬০টি অমুসলিম সম্প্রদায়। ফলে এটা শুধুই মুসলিমদের জন্য সংরক্ষণ—এই অভিযোগ সম্পূর্ণ ভুল।

মমতা বলেন, “বাংলার মুসলমানদের জনসংখ্যা ৩০ শতাংশের বেশি, যা দেশভাগের সময় থেকেই চলে আসছে। তখন তো আমরা জন্মাইনি! কাজেই আমাদের দায়ী করা অন্যায়।” তবে মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন, তালিকার পুনর্বিন্যাস নিয়ে মুসলিম সমাজের একাংশের মধ্যে কিছু ক্ষোভ রয়েছে। কেউ কেউ ‘ওবিসি-এ’ থেকে ‘ওবিসি-বি’-তে গিয়েছেন, আবার কেউ উলটো পথে গিয়েছেন। “এটা বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত, কেউ বঞ্চিত হয়নি,” বলেই দাবি মুখ্যমন্ত্রীর।

এরপর মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মন্ত্রীদের নির্দেশ দেন, যেন সাধারণ মানুষের মধ্যে কোনও বিভ্রান্তি না ছড়ায়। তিনি বলেন, “মানুষকে বোঝাতে হবে—এই তালিকা তৈরি হয়েছে সম্পূর্ণ নিয়ম মেনে, কমিশনের রিপোর্ট ও আদালতের নির্দেশ মেনে। কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই।” মুখ্যমন্ত্রীর কথায়, “এই বাংলায় সবাই মানুষ হবে—জাত, ধর্ম, পরিচয় দেখে নয়, অধিকার বুঝে পাবে।”

সোমবারের মন্ত্রিসভার বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গৃহীত হয়েছে। রাজ্য কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের জন্য দুটি নতুন উপসচিব পদ তৈরির ছাড়পত্র দেওয়া হয়েছে। পাশাপাশি আসন্ন রথযাত্রাকে ঘিরে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে মন্ত্রীদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, রথের দিন তিনি দিঘায় থাকবেন। রাজনৈতিক মহলের মতে, ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের মধ্যেই মুখ্যমন্ত্রীর এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রশাসনিক স্তরেও জনমনে সচেতনতা গড়ে তোলার কৌশল নিয়েই এখন আগাচ্ছে নবান্ন।

আরও পড়ুন – কেন দুর্ঘটনা, কারণ খুঁজতে আমেদাবাদে বোয়িং বিশেষজ্ঞরা: সনাক্ত ৯৯ দেহ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...