Sunday, August 24, 2025

পাহাড়ে উচ্চশিক্ষার নয়া দিগন্ত! কার্শিয়ঙে প্রস্তুত প্রেসিডেন্সির তৃতীয় ক্যাম্পাস, শীঘ্রই শুরু ক্লাস

Date:

Share post:

পাহাড়ের কোলে আরও এক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান—মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন এবার বাস্তবায়নের মুখে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কার্শিয়ঙ ক্যাম্পাসের তৃতীয় পর্বের কাজ প্রায় সম্পূর্ণ। অচিরেই সেখানে শুরু হতে চলেছে পঠনপাঠন।

এই নতুন ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের জন্য দুটি আবাসনেরও ব্যবস্থা হয়েছে। আপাতত প্রতিটি হস্টেলে ১০০ জন করে পড়ুয়া থাকার সুযোগ পাবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে পাহাড়ের পাশাপাশি সমতলের বহু মেধাবী ছাত্রছাত্রীও উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

গত বছর নভেম্বরে দার্জিলিংয়ে প্রথম সরস মেলার উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী জানান, কার্শিয়ঙে প্রেসিডেন্সির তৃতীয় ক্যাম্পাস প্রায় সম্পূর্ণ। তিনি বলেন, “আমি জেলা প্রশাসককে বলব যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগ করে শিক্ষাগত কার্যক্রম শুরু করা যায়।” মুখ্যমন্ত্রী আরও জানান, “দার্জিলিং হিলস ইউনিভার্সিটি ইতিমধ্যেই উৎসর্গ করা হয়েছে। এবার কার্শিয়াংয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিও কার্যক্রমের জন্য প্রস্তুত।”

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, পাঠ্যক্রম বাছাই ও শিক্ষক-শিক্ষিকা নিয়োগ প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে। একাধিক আধুনিক সুযোগ-সুবিধা সহ এই নতুন ক্যাম্পাসে গবেষণার ক্ষেত্রেও জোর দেওয়া হবে। শিক্ষামহলের মতে, এই ক্যাম্পাস শুধুই শিক্ষা নয়, পাহাড়ে বিকাশেরও এক নতুন দিগন্ত খুলে দেবে। পাহাড়ের পড়ুয়াদের উচ্চশিক্ষা পেতে আর কলকাতামুখো হতে হবে না—এটাই মুখ্যমন্ত্রীর অন্যতম উদ্যোগ। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই উদ্যোগ ঘিরে তৈরি হয়েছে উচ্ছ্বাস। তাঁদের আশা, নতুন এই ক্যাম্পাস পাহাড়ের আর্থসামাজিক উন্নয়নে বড় ভূমিকা নেবে। সব মিলিয়ে, কার্শিয়ঙে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ক্যাম্পাস শুরু হওয়ার অপেক্ষায় এখন শুধু সময় গোনা।

আরও পড়ুন – শুটিংয়ে বেরিয়ে আর ফেরা হল না! খালে মিলল মডেলের ক্ষতবিক্ষত দেহ 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...

এশিয়া কাপের জন্যই দলীপের নেতৃত্বের প্রস্তাব ফিরিয়েছিলেন শ্রেয়স!

কয়েকদিন আগেই এশিয়া কাপের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নির্বাচকরা। কিন্তু সেই দলেই সুযোগ পাননি শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)।...