মহেশতলার গোলমাল নিয়ে তুলসী গাছ ভাঙাকে ইস্যু করেছিল বিজেপি। মাথায় করে গাছ নিয়ে নাটক করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mujumder), বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)-সহ বিজেপি (BJP) নেতৃত্ব। সেই ইস্যু নিয়ে বুধবার বিজেপিকে ধুয়ে দিয়েছেন তৃণমূল সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেন, “তুলসী কয় রকমের হয় জানেন? তুলসীর মধ্যে লক্ষ্মীও আছেন, নারায়ণও আছেন। সব জায়গায় তুলসী হয় না, সম্মানের সঙ্গে করতে হয়।”

এদিন নবান্নের সাংবাদিক বৈঠক থেকে নাম না করে পদ্মশিবিরকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “ধর্মকে ব্যবহার করে যে রাজনীতি হচ্ছে, তা আসলে হিন্দু ধর্মকেই অপমান করছে।” মমতার কথায়, “তুলসী কয় রকমের হয় জানেন? তুলসীর মধ্যে লক্ষ্মীও আছেন, নারায়ণও আছেন। সব জায়গায় তুলসী হয় না, সম্মানের সঙ্গে করতে হয়। শ্রীকৃষ্ণকে তুলসী দেওয়া হয়, জগন্নাথকে দেওয়া হয়।”

এর পরেই বিজেপি (BJP) নেতাদের উদ্দেশ্যে প্রশ্ন তুলে মমতা বলেন, আপনি নিজের বাড়িতে তুলসী গাছ লাগালেন না কেন? দেবতাদের অসম্মান করছেন। এগুলো অন্যায়।”

মুখ্যমন্ত্রী জানান, “আমার বাড়িতে ৪০টা তুলসী গাছ আছে। আমি নিয়মিত তুলসী পুজো করি। কিন্তু কেউ কেউ ধর্ম জানেন না, আবার ধর্মের নামে বড় বড় কথা বলেন।”

মহেশতলার ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আজ দুর্গাপুজোর সময় কেউ যদি গ্রামে যান, তাহলে তার ফাঁকা বাড়ি দখল করে নেওয়া যাবে? এটা কি কোনও সংস্কৃতি? আমি যদি এখন প্রধানমন্ত্রীর বাড়ি ঘেরাও করতে যাই, তাহলে আপনারা মানবেন?” মমতা স্পষ্ট জানান, “কিন্তু আমরা এসব করি না। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি।”
আরও খবর: Kesari Chapter 2: সিনেমাতে বাংলাকে অপমান! বিরোধিতায় গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

–

–

–

–

–

–
–
–
–
–
–