বেঙ্গালুরুতে আবাসনের পরকোলেশন পিট থেকে উদ্ধার মাথার খুলি-হাড়

Date:

Share post:

ভয়ানক ঘটনা বেঙ্গালুরুর(Bangalore) বেগুর এলাকার নিউ মাইকো লেআউটের ‘এমএন ক্রিডেন্স ফ্লোরা’ আবাসনের ভিতরে। আবাসনের পরকোলেশন পিট থেকে এবার উদ্ধার হল মানুষের খুলি ও হাড়গোড়। পুলিশের তরফে খবর, ১৬ জুন বৃষ্টির জল দ্রুত পরিষ্কারের জন্য ওই পিট পরিষ্কার করার ব্যবস্থা করা হয়েছিল। পরিষ্কারের কাজ শুরু হতেই হঠাৎ করেই পাওয়া যায় মাথার খুলি ও কঙ্কাল।

আবাসিক কল্যাণ সমিতির (RWA) উদ্যোগে পিট পরিষ্কারের কাজ করতে এসে কর্মীরা প্রথম মানুষের হাড় দেখতে পান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কল্যাণ সমিতির সভাপতির পক্ষ থেকে বেগুর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে একটি ‘অস্বাভাবিক মৃত্যু’ মামলা (UDR) রুজু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া দেহাংশগুলি উদ্ধার করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সম্পূর্ণ বিষয়টি বিশ্লেষণ করতে আরও অন্তত এক সপ্তাহ সময় লাগবে। তার আগে নিশ্চিতভাবে পুলিশের তরফেও কিছু বলা সম্ভব নয়।

যদিও এই মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। দেহাবশেষগুলি ঠিক কত দিনের পুরনো, কীভাবে ওখানে এল, সেই সম্পর্কেও কোনরকম তথ্য পাওয়া যায় নি। গোটা বিষয়টি তদন্তকারীরা খতিয়ে দেখছেন। প্রসঙ্গত, দক্ষিণ বেঙ্গালুরুতে গত সপ্তাহে একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হয়েছিল বছর ৩৬-এর এক মহিলার দেহ। জানা গিয়েছিল, পুর্নপ্রজ্ঞা লেআউট এলাকার হোটেলে ওই মহিলাকে খুন করেন তাঁর প্রেমিক। ঘটনার দু’দিন পর দেহ পাওয়া গিয়েছিল। এদিনের ঘটনায় অভিযুক্ত ২৫ বছরের ইয়শস পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়র ও কেঙ্গেরির বাসিন্দা। একই এলাকার বাসিন্দা ছিলেন নিহত মহিলা। তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। তবে গত কয়েক মাসে মহিলা দূরত্ব তৈরি করতে চেয়েছিলেন বলেই খুন করা হয়েছে।

spot_img

Related articles

দীপাবলিতে বাজির নামে বিস্ফোরক! বিজেপি রাজ্য মধ্যপ্রদেশে ‘কার্বাইড গান’-এ চোখ হারাচ্ছে শিশুরা

দীপাবলির আলো এবার অন্ধকারে ঢেকে গেল বহু পরিবারের জীবনে। বাজির নামে মধ্যপ্রদেশে রমরমিয়ে বিক্রি হচ্ছে এক বিপজ্জনক বিস্ফোরক—...

বিজেপি রাজ্যে দীপাবলিতে ‘কার্বাইড’ ক্র্যাকার বন্দুক ব্যবহারের পর অন্ধত্বের শিকার ১৪ শিশু, হাসপাতালে একাধিক 

এ বারের দীপাবলিতে সবথেকে বেশি বিক্রি হয়েছে ‘কার্বাইড গান’। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল এই বাজির ভিডিয়ো। কিন্তু লাগামছাড়া...

পাঞ্জাবের প্রাক্তন মন্ত্রী-ডিজিপির ছেলের মৃত্যুতে নয়া মোড়! অবশেষে মুখ খুললেন ডিজিপি 

পাঞ্জাব পুলিশের প্রাক্তন ডিজিপি (Punjab police DGP) মহাম্মদ মুস্তাফার ছেলে আকিল আখতারের মৃত্যু ঘিরে পাঞ্জাবের চরম চাঞ্চল্য। ইতিমধ্যেই...

কাটল জট: বিহারের ভোটে তেজস্বীকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা মহাগঠবন্ধনের

অবশেষে কাটল জট। বিহারের (Bihar) আসন্ন বিধানসভা নির্বাচনে মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আরজেডি নেতা তেজস্বী যাদবকেই (Tejaswi Yadav)...