মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর বহু প্রতীক্ষিত প্রকল্পে বড় ধাক্কা, মারা গেল কর্নাটক থেকে আনা কিং কোবরা

Date:

Share post:

মধ্যপ্রদেশের(Madhyapradesh) মুখ্যমন্ত্রী মোহন যাদবের(Mohan Yadav) ইচ্ছে ছিল রাজ্যে কিং কোবরা(King Cobra) ফিরিয়ে আনার। কিন্তু প্রথম ধাপে সেই স্বপ্ন অধরা থেকে গেল। এবার ভোপালের ভ্যান বিহার ন্যাশনাল পার্কে কর্নাটক থেকে আনা পাঁচ বছরের এক পুরুষ কিং কোবরার মৃত্যু হল । বুধবার সকালে কিং কোবরাটিকে(King Cobra) মৃত অবস্থায় এনক্লোসারে পড়ে থাকতে দেখা যায়। পার্ক কর্তৃপক্ষ এই বিষয়ে জানান সাপটির শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে দেহটিকে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

ভোপালের(Bhopal) মারাত্মক গরম থেকে বাঁচতে কিং কোবরার জন্য হিউমিডিফায়ার-সহ নানা তাপমাত্রা নিয়ন্ত্রণের যন্ত্র এনক্লোজারে লাগানো হয়েছিল। তাপমাত্রা জনিত কারণে মৃত্যু বলে তাই আপাতত মনে করা হচ্ছে না। চলতি বছরের জানুয়ারিতে বন ও পরিবেশ সংক্রান্ত এক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন মধ্যপ্রদেশ থেকে কিং কোবরা হারিয়ে গিয়েছে। তাই তিনি চান রাজ্যে আবার কোবরা ফিরিয়ে আনতে।

এপ্রিল মাসে কর্নাটকের পিলিকুলা বায়োলজিক্যাল পার্ক থেকে দুটি কিং কোবরা আনা হয়েছিল। আর মধ্যপ্রদেশ থেকে কর্নাটকে পাঠানো হয়েছিল দু’টি বাঘ। ভ্যান বিহারে কিং কোবরার প্রজনন ও সংরক্ষণ শুরু করার পরিকল্পনা তখন থেকেই শুরু হয়। মে মাসে সাপগুলির মধ্যে একটি পুরুষ কোবরাকে ইন্দোর চিড়িয়াখানায় প্রজনন প্রকল্পে পাঠানো হয়। কিন্তু এখন ভোপালের ভ্যান বিহারে আর কোনও কিং কোবরা নেই। ইন্দোরে একটি মাত্র বেঁচে রয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর রাজ্যের বন্যপ্রাণ সংরক্ষণ উদ্যোগের উপরও বড় প্রশ্নচিহ্ন উঠছে।

spot_img

Related articles

যোগীরাজ্যে হকারদের তালিবানি শাস্তি!

যাঁরা উত্তরপ্রদেশ মডেল বলেন, তাঁরা এবার কী বলবেন? যোগীরাজ্য। তাও আবার অযোধ্যা। সেখানকার নিরীহ হকারদের তালিবানি কায়দায় শাস্তি...

বাতিল সাংবাদিক সম্মেলন! আসন বাঁটোয়ারা নিয়ে তীব্র অশান্তি গেরুয়া শিবিরে

রবিবার রাতে ঢাকঢোল পিটিয়ে বিহারের বিধানসভা নির্বাচনের আসন বণ্টন সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা করার পরেও অশান্তির আগুনে জ্বলতে শুরু...

১০০ দিনের কাজ বন্ধ! কেন্দ্রের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ রাজ্যের

কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও পশ্চিমবঙ্গে এখনও শুরু হয়নি ১০০ দিনের কাজ প্রকল্প। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক রাজ্যের বিপুল পরিমাণ...

বিয়েবাড়ি যাওয়ার পথে উল্টে গেল বাস, দুর্ঘটনায় ১০ জন আহত

বিয়েতে যাচ্ছিলেন ৪২ জন যাত্রী। কিন্তু হটাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে বেসরকারি বাসটি। সোমবার ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের...