একধাপে এক লক্ষে পৌঁছে গেল সোনার দাম (Gold Rate)। দুশ্চিন্তা বাড়ল মধ্যবিত্তের। মহার্ঘ হচ্ছে রুপোও। ১৯ জুন বৃহস্পতিবার খুচরো পাকা সোনার এক গ্রামের দাম ট্যাক্স ছাড়াই দাঁড়িয়েছে এক লক্ষ টাকা! ১০ গ্রাম পাকা সোনার দাম ৯৯ হাজার ৫০০ টাকা। পাশাপাশি গত কয়েক দিনের মতো আজও এক লক্ষের উপরেই রয়েছে রুপোর দাম (Silver rate)।

লক্ষ্মীবারে প্রতি গ্রাম হলমার্ক সোনার দাম হয়েছে ৯ হাজার ৫০৫ টাকা (ট্যাক্স ছাড়া)। সোনালী ধাতুর দাম বৃদ্ধিতে মাথায় হাত আমজনতার। এদিন এক কেজি খুচরো রুপোর বাটের দাম পৌঁছেছে ১ লক্ষ ৯ হাজার ৭৫০ টাকায়। ১০০ গ্রাম খুচরো উপর কিনতে ট্যাক্স বাদ দিয়ে খরচ করতে হবে ১০৯৮৫ টাকা।

–

–

–

–

–

–
–

–

–
–
–
–
–
–
–