পহেলগামে বৈশারণ উপত্যকায় জঙ্গি হামলা। নিহত ২৬ জন। ঘটনার এতদিন পরেও অধরা হামলাকারী জঙ্গিরা। কেন্দ্রের তরফে একাধিক প্রশ্নের এখনও সদুত্তর নেই। সোমবার এই নিয়ে কেন্দ্রের কাছে পাঁচটি প্রশ্নের জবাব চেয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই একই সুরে মোদি সরকারের কাছে ইন্টেলিজেন্স ব্যুরোর (IB) চিফ তপন ডেকারের মেয়াদ বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।

আইবি প্রধান হিসেবে দ্বিতীয়বারের মতো মেয়াদ বৃদ্ধি হল সন্ত্রাস দমন বিশেষজ্ঞ তপন ডেকারের। ডেকাকে ২০২২ সালের জুন মাসে দুই বছরের জন্য গোয়েন্দা ব্যুরোর প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছিল। ২০২৪ সালের জুন মাসে এক বছরের জন্য তাঁর মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। ফের একবার IB-র প্রধান তপন কুমার ডেকার এক বছরের জন্য নিয়োগের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। মন্ত্রিসভার নিয়োগ কমিটি ৩০ জুন, ২০২৫ এবার আরও এক বছরের (২০২৬ সালের জুন পর্যন্ত) জন্য IB-র পরিচালক হিসেবে ডেকার চাকরির মেয়াদ বৃদ্ধি করার অনুমোদন দিয়েছে।

26 Indians were slaughtered in Pahalgam. The Intelligence Bureau failed to even detect the infiltration. Instead of demanding answers, PM @narendramodi silently extends the IB Chief’s tenure.
Is this justice or a cover-up?#5Sawal https://t.co/UJ6dQLNgNv
— Bratya Basu (@basu_bratya) June 19, 2025
এই বিষয়ে এবার নিজের এক্স হ্যান্ডেলে প্রশ্ন তুললেন ব্রাত্য বসু (Bratya Basu)। এদিন তৃণমূল কংগ্রেসের একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, “কাশ্মীরের পহেলগামে ২৬ জন ভারতীয়কে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই সময়ে গোয়েন্দা সংস্থা জঙ্গি অনুপ্রবেশের ঘটনাটি চিহ্নিত করতেও ব্যর্থ হয়েছিল। গোয়েন্দা প্রধানের কাছে তার জবাব চাওয়ার বদলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীরবে আইবি প্রধানের নিয়োগের মেয়াদ বাড়িয়ে দিয়েছেন। এটা কি ন্যায়বিচার! না কি ধামাচাপা দেওয়ার চেষ্টা?”
আরও খবর: দুর্নীতির প্রতিবাদ করে মুখ্যমন্ত্রীর রোষে মন্ত্রী, গোয়া মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন গোবিন্দ গাউড়ে

–

–

–

–

–

–

–

–
–
–
–