সোমবার সকাল থেকে কড়া নিরাপত্তা বেষ্টনীর ভিতরে শুরু কালীগঞ্জ (Kaliganj) বিধানসভা উপনির্বাচনের (by-election) ভোট গণনা। উপনির্বাচনে ভোট পড়েছিল ৭৩.৩৬ শতাংশ। বিধায়কের মৃত্যুতে যে উপনির্বাচন সেখানে জয় সময়ের অপেক্ষা, দাবি রাজ্যের শাসকদল তৃণমূলের (TMC)। সেখানে দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা থাকবেন, সেটাই দেখার ফলাফলে।

ফল ঘোষণার আগেই আত্মবিশ্বাসে ভরপুর তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। তাঁর দাবি, জয় সুনিশ্চিত। আলিফার প্রয়াত পিতা নাসিরউদ্দিন আহমেদ ২০২১ সালের নির্বাচনে ৫৩ শতাংশ ভোট পেয়ে, বিজেপি প্রার্থীকে ৪৬ হাজার ৯৮৭ ভোটে পরাজিত করেছিলেন। অর্থাৎ বিজেপিই ছিল দ্বিতীয় স্থানে।

কালীগঞ্জের (Kaliganj) পানিঘাটা হাইস্কুলে শুরু হয়েছে গণনার কাজ। মোট ২৩ রাউন্ড গণনা হবে বলে জানা গিয়েছে। সেখানেই দেখা যায় সকালে পোস্টাল ব্যালট গোনার কাজ শুরু হয়ে যায় সকাল ৮টা বাজতেই। কালীগঞ্জ উপনির্বাচনে কোনও অশান্তি বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেই দাবি নির্বাচন কমিশনের (Election Commission)। ভোট গণনার দিনও সেটাই প্রত্যাশা কমিশনের।

–

–

–

–

–

–

–

–
–
–
–