Tuesday, December 2, 2025

তিনের বেশি ম্যাচ খেলার ইঙ্গিত বুমরার!

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত ফর্মে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তিনের বদলে এবার কি তিনি পাঁচ টেস্টেই খেলবেন। তৃতীয় দিনের শেষে জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) কিন্তু ইঙ্গিতটা তেমনই। যদিও শেষপর্যন্ত কী হয় সেটা তো জসপ্রীত বুমরাই ঠিক করবেন। তবে ইংল্যান্ডের আবহাওয়া নাকি খুব উপভোগ করছেন তিনি। সেইসঙ্গে এখানকার ঠান্ডা আবহাওয়া তাঁকে খুব একটা ক্লান্তও হতে দিচ্ছে না। আর এমন কথা শোনার পর থেকেই জসপ্রীত বুমরাহকে নিয়ে শুরু হয়ে গিয়েছে নতুন গুঞ্জন।

তিনি সরাসরি না বললেও, ইংল্যান্ডের(England) বিরুদ্ধে পাঁচ ম্যাচেই খেলার একটা ইঙ্গিত দিয়েছেন। টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই গোটা সিরিজে না খেলার কথা জানিয়ে দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। বোর্ডকেও সেই কথা বলেছিলেন তিনি। কার্যত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা জানিয়েই এমন সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেমেই বোধহয় খানিকটা সিদ্ধান্ত বদল জসপ্রীত বুমরার (Jasprit Bumrah)। এখানকার ঠান্ডা আবহাওয়াই যেন বুমরাহকে আরও বেশি চাঙ্গা করে তুলছে।

তৃতীয় দিনের শেষে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে জসপ্রীত বুমরাহ জানিয়েছেন, “এখানে আবহাওয়া খুব উপভোগ্য। ভারতের থেকে অনেকটাই বেশি ঠান্ডা এখানে। এখানে অনেরটাই ফ্রেশ অনুভব করছি আমি। সেইজন্যই আগামী দিনেও সবকিছু ভালো পথেই এগোবে বলে আশা করছি”।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ভারতের হয়ে সবচেয়ে সফল বোলারের তকমা সেই জসপ্রীত বুমরার ঝুলিতেই। প্রথম ইনিংসে একাই তুলে নিয়েছেন পাঁচ উইকেট। সেইসঙ্গে রান দিয়েছেন মাত্র ৮৩। এই সিরিজে যে প্রতি ক্ষেত্রেই জসপ্রীত বুমরাহ ভারতের প্রধান অস্ত্র হয়ে উঠবেন তা বলার অপেক্ষা রাখে না।

spot_img

Related articles

‘SIR আতঙ্কে’ মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, সাহায্য ঘোষণা

রাজ্যে ‘SIR আতঙ্কে’ মৃত এবং অসুস্থদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার নবান্নে...

বিশেষভাবে সক্ষমদের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ রাজ্য সরকার, বার্তা শশীর

বিশেষভাবে সক্ষমদের (Physically Disable) অধিকার রক্ষাই মূল উদ্দেশ্য। ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবসে আয়োজিত অনুষ্ঠানে এই বার্তা...

শুভেন্দুকে ‘কুকুরের’ সঙ্গে তুলনা! ‘সেবাশ্রয়’-এ আশ্রয় দেওয়ার বার্তা দেবাংশুর

সোমবারই শুরু হয়েছে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেবাশ্রয় (Sebaashray 2) ক্যাম্প। আর সেই সোমবারেই...

কি চান লাল কার্পেট বিছিয়ে স্বাগত জানাব? রোহিঙ্গা-অনুপ্রবেশকারী ইস্যুতে কড়া মন্তব্য প্রধান বিচারপতির

"আপনারা কি চান? আমরা লাল কার্পেট বিছিয়ে অনুপ্রবেশকারীদের স্বাগত জানাব?" রোহিঙ্গা (Rohingya) অনুপ্রবেশ নিয়ে মামলায় কড়া প্রশ্ন তুললেন...