ভয়ঙ্কর কাণ্ড প্যারিসে। মিউজিক ফেস্টিভ্যালে চলল সিরিঞ্জ হামলা। হামলাকারীদের এলোপাথাড়ি কোপে জখম কমপক্ষে ১৪৫ জন দর্শক। শনিবার রাতে ‘ফেটেস দে লা মিউজিক’ নামে ফেস্টিভ্যাল চলাকালীন এই কাণ্ড ঘটে। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। সিরিঞ্জের মধ্যে কোনও বিষাক্ত পদার্থ ছিল কিনা তা নিয়ে চলেছে তদন্ত। এখনও পর্যন্ত ১২ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ফ্রান্সের মেয়র গ্রোসডিডি বলেন, “সিসিটিভি ফুটেজ দেখে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। অত্যন্ত নিন্দনীয় ঘটনা। তদন্ত চলছে।”

আরও পড়ুন – বিরোধীরা বিগ জিরো! টানা ১১ উপনির্বাচনে অপরাজেয় তৃণমূল

_

_

_

_

_

_

_

_

_
_
_
_
_