Saturday, January 31, 2026

দেশেই দেড় কোটি টাকার চাকরি! নজির গড়লেন যাদবপুরের উপায়ন

Date:

Share post:

বরাবরই শিক্ষা ও প্রযুক্তিগত উন্নতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) নাম শীর্ষে উঠে এসেছে। এবার যাদবপুরের মুকুটে যোগ হল গর্বের নতুন পালক। চাকরির বাজারে মোটা অঙ্কের বেতন পেয়ে নজর কাড়লেন যাদবপুরের উপায়ন দে (২২)। তাঁর বার্ষিক বেতন প্যাকেজ ১ কোটি ৪৫ লক্ষ টাকা, অর্থাৎ প্রতি মাসে প্রায় ১২ লক্ষ টাকা। দেশে লেখাপড়া করে দেশীয় কোম্পানিতেই এরকম বেতন পাওয়ার ঘটনা নজিরবিহীন। ফলে যাদবপুরের শিক্ষক, সহপাঠী এবং প্রাক্তনীদের মধ্যেও উপায়নের এই সাফল্য নিয়ে চরম উচ্ছ্বাস। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ফাইনাল সেমেস্টারের পড়ুয়া উপায়ন সম্প্রতি চাকরি পেয়েছেন বেঙ্গালুরুর এক আন্তর্জাতিক ডেটা সিকিউরিটি কোম্পানিতে।

২০১৯ সালে আইসিএসই পরীক্ষায় সারা দেশে তৃতীয় স্থান অধিকার করেছিলেন উপায়ন। তাঁর বাবা মণীশ দে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কেমিস্ট্রি বিভাগের ডিরেক্টর, বর্তমানে কর্মসূত্রে থাকেন ফরিদাবাদে। ছেলের এই সাফল্যে গর্বিত বাবা মণীশ দে বলেন চাইলে উপায়ন আইআইটিতে ভর্তি হতে পারত। কিন্তু তাঁরা যাদবপুরের উপর ভরসা করেছিলেন। ছেলের সাফল্যে আবেগে ভাসছেন মা রূপা দে। তিনি জানিয়েছেন, তিনি সর্বদা ছেলেকে দেশের পাশের থাকার কথা বুঝিয়েছেন। দেশের মাটিতে পড়ে, সেই দেশের জন্য যদি কিছু না করে, তাহলে তো সবই বৃথা। উপায়ন মায়ের কথা শুনে যে দেশেই থেকেছে তাতে খুশি মা।

সল্টলেকের এএইচ ব্লকের বাসিন্দা উপায়ন বেঙ্গালুরুতে গত ৯ জুন নতুন চাকরিতে যোগ দিয়েছেন। তবে দেশের বাইরে পাড়ি দেওয়ার কোনও আগ্রহ নেই তাঁর। উপায়নের জানিয়েছেন তাঁর বিদেশে যাওয়ার একেবারেই ইচ্ছে নেই। মায়ের সেই কথার মূল্য দিতে দেশের মাটিতেই থেকে নিজের কাজের মধ্য দিয়ে দেশের জন্য কাজ করতে চান তিনি। এই সাফল্যকে শুধু ব্যক্তি বিশেষ নয়, বরং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ((Jadavpur University)) সম্মান হিসেবেই দেখছেন বিশ্ববিদ্যালয়ের প্লেসমেন্ট অফিসার শমিতা ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, “এই সাফল্য আসলে ব্র্যান্ড যাদবপুরেরই সাফল্য। উপায়নের মতো ছাত্রদের হাত ধরেই বিশ্ববিদ্যালয়ের মেরুকরণ ভেঙে সামনে আসে প্রকৃত কৃতিত্ব।”  আরও পড়ুন: সিন্ধু লিপি পাঠোদ্ধারে আন্তর্জাতিক সেমিনার ভারতের! ১ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা স্টালিনের

spot_img

Related articles

সতর্ক ও সর্বাত্মক লড়াই: ভবানীপুরের বিএলএ-দের বৈঠকে ডেকে বার্তা তৃণমূল নেত্রীর

একদিকে প্রতিপক্ষ বিজেপি। অন্যদিকে নির্বাচন কমিশনের প্রতিদিনের নতুন নতুন ছক। এসআইআর প্রক্রিয়ায় যতবার কমিশনের চক্রান্ত ফাঁস হয়েছে, সবই...

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...

দুদিনের সফরে শহরে শাহ: ‘জিতবই’ বার্তা দলীয় কর্মীদের

বাংলায় নির্বাচন শুরুর ঘণ্টা বাজার আগেই রাজনৈতিক ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী, সভাপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর...

কমিশনের জন্য পেশায় টান: হাই কোর্টের দ্বারস্থ LIC কর্মীরা, ব্যাখ্যা তলব আদালতের

রাজ্যের কর্মীদের পরে এবার কেন্দ্র সরকারের কর্মীরাও এসআইআর-এর অপরিকল্পিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন। পর্যবেক্ষক পদে নিযুক্ত এলআইসি (LIC)...