Monday, December 15, 2025

দূষণ রোখার পথে নিষ্ক্রিয় কেন্দ্র! বিধানসভায় সরব মন্ত্রী চন্দ্রিমা

Date:

Share post:

পরিবেশ দূষণ রুখতে কেন্দ্রের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের পরিবেশ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মঙ্গলবার বিধানসভায় পরিবেশ রক্ষা সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে তিনি অভিযোগ করেন, “দূষণমুক্ত পৃথিবীর কথা বলা হলেও, কেন্দ্রীয় সরকারের তিনটি গুরুত্বপূর্ণ আইন এখনও রাজ্যে কার্যকর করতে পারিনি। তাই বাধ্য হয়েই এই প্রস্তাব আনতে হয়েছে।”

মন্ত্রী জানান, কেন্দ্রীয় আইন অনুযায়ী নির্দিষ্ট কিছু নিয়ম ও বিধি না মানলে রাজ্য সরকার কার্যকরী পদক্ষেপ নিতে পারে না। তাই জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন রাজ্যে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইসঙ্গে তিনি জানান, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ইতিমধ্যেই সক্রিয়ভাবে কাজ শুরু করেছে এবং আধিকারিকদের জরিমানা আদায়ের ক্ষমতাও দেওয়া হয়েছে।

চন্দ্রিমা বলেন, “এই বিষয়টি সাংবিধানিক তালিকায় না থাকায় আমরা কেন্দ্রের উপর নির্ভর করতে বাধ্য হচ্ছি। কিন্তু এখন রাজ্য নিজের মতো করে আইনি কাঠামো তৈরি করে কাজ করবে পরিবেশ রক্ষার জন্য।” আলোচনায় অংশ নিয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, “দেশের জনসংখ্যা বেড়ে চলেছে, অথচ ভূগর্ভস্থ জলস্তর কমে যাচ্ছে। গঙ্গার মতো গুরুত্বপূর্ণ নদীগুলিও ভয়াবহ দূষণের শিকার। কেন্দ্র কোনও অর্থসাহায্য করছে না, অথচ দূষণের কারণে বছরে ৪ লক্ষ মানুষ প্রাণ হারাচ্ছেন।”

তৃণমূল বিধায়ক দেবাশীষ কুমার উদ্বেগ প্রকাশ করে বলেন, “কলকাতা ধীরে ধীরে বিপজ্জনক শহরে পরিণত হচ্ছে। শুধু জরিমানা করে সমস্যার সমাধান হবে না, দূষণ রুখতেই হবে।” আলোচনায় অংশ নিয়ে প্রিয়া পাল, অপূর্ব সরকার, নির্মল ঘোষ সহ একাধিক বিধায়ক পরিবেশ সুরক্ষায় আরও কঠোর পদক্ষেপের দাবি তোলেন।

আরও পড়ুন – ডুরান্ড কাপ থেকে নাম প্রত্যাহার করতে পারে মোহনবাগান

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেও চলবে যাচাই, স্পষ্ট জানালো নির্বাচন কমিশন

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হলেও ভোটার যাচাইয়ের প্রক্রিয়া বন্ধ হচ্ছে না। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুধুমাত্র সন্দেহের...

যুবভারতী কাণ্ডে তদন্তে গোয়েন্দা বিভাগ, তলব শতদ্রুর পাঁচ সহকারীকে

কলকাতায় মেসির ইভেন্টে চরম বিশৃঙ্খলার ঘটনার ঘটে। তার জেরে তদন্ত শুরু করেছে পুলিশ। বিধাননগরের পুলিশ নয় এবার থেকে...

পাঁচ সন্তানের গলায় দড়ি পেঁচিয়ে খুনের চেষ্টা যুবকের! মৃত ৩ কন্যা

ভয়ানক ঘটনা নীতীশ কুমারের বিহারে (Bihar)! মুজফ্‌ফরপুরে রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ পাঁচ ছেলেমেয়েদের ঘরে ডেকে এনে উঁচু...

তথ্যপ্রযুক্তি শিল্পে বিনিয়োগ টানতে বড় করছাড় রাজ্যের

তথ্যপ্রযুক্তি শিল্পকে আরও উৎসাহ দিতে সম্পত্তি করের ক্ষেত্রে বড় ছাড়ের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন দফতর...