Wednesday, December 17, 2025

প্রসাদের প্রতিযোগিতা হয় না: বিজেপির প্রসাদ-রাজনীতিকে ধুয়ে দিল তৃণমূল

Date:

Share post:

বিজেপির প্রসাদ রাজনীতিকে ধুয়ে দিল তৃণমূল (TMC)। ইতিমধ্যএই মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বাংলার ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে দিঘার জগন্নাথ দেবের প্রসাদ। সেই বিষয় নিয়ে ইতিমধ্যেই কুৎসা শুরু করেছে বিজেপি। এবার পুরীর প্রসাদ আনার কথা ঘোষণা করেন বিরোধী দননেতা শুভেন্দু অধইকারী (Shubhendu Adhikari)। এই ঘটনায় বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর কথায়, প্রসাদের প্রতিযোগিতা হয় না। আর যদি প্রতিযোগিতা হয়, তাহলে জেনে রাখা ভালো, দিঘার প্রসাদ বিলি হচ্ছে, সেটা জগন্নাথদেবকে নিবেদন করা ক্ষীর দিয়ে তৈরি প্রসাদ। আর যাঁরা পুরী থেকে প্রসাদ এনে বিলি করবেন বলছেন, সেগুলি পুরীর মন্দিরের আশপাশ থেকে কেনা গজা।

দিঘায় তুমুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে রথযাত্রার মূল পর্বের প্রস্তুতি। ইতিমধ্যেই রাজ্যজুড়ে জগন্নাথদেবের প্রসাদ বিলি শুরু হয়েছে। সেই নিয়ে সমালোচনা করে বঙ্গ বিজেপির নেতৃত্ব। বাংলাজুড়ে দিঘার মন্দিরের প্রসাদ বিলি নিয়ে উৎসাহী মানুষ। তা দেখে এবার পুরী থেকে প্রসাদ আনাতে চাইছে বিজেপি। বিরোধী দলনেতা বলেন, “পুরী থেকে মহাপ্রসাদ আসছে। তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির থেকে বিলি করা হবে। পাঁচদিন ধরে পুরীর মহাপ্রসাদ বিলি হবে।”

জগন্নাথদেবকে নিয়েও বিজেপির দিশাহীন রাজনীতির তীব্র সমালোচনা করে তৃণমূল। বিজেপিকে নিশানা করে দলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, “পুরীর জগন্নাথদেবকে আমরা সবাই শ্রদ্ধা করি। প্রসাদ নিয়ে প্রতিযোগিতা হয় না।“ এর পরেই তীব্র কটাক্ষ করে কুণাল (Kunal Ghosh) বলেন, “আর যদি প্রতিযোগিতা হয়, তাহলে জেনে রাখা ভালো, দিঘার যে প্রসাদ বিলি করা হচ্ছে, সেটা জগন্নাথদেবকে নিবেদন করা ক্ষীর দিয়ে তৈরি প্রসাদ। আর যাঁরা পুরী থেকে প্রসাদ এনে বিলি করবেন বলছেন, সেগুলি পুরীর মন্দিরের আশপাশ থেকে কেনা গজা।“

spot_img

Related articles

খুচরো ব্যবসায়ীদের পাশে রাজ্য, বাংলার প্রতিটি জেলা ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড: ঘোষণা মুখ্যমন্ত্রীর

খুচরো ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে রাজ্যের প্রতিটি জেলায় ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড (Traders Welfare Board) গঠন করবে সরকার। বুধবার, নেতাজি...

হরিণঘাটায় আইসক্রিম কারখানায় বিস্ফোরণ! ছিন্নভিন্ন মালিকের দেহ, আহত ১

নদিয়ার হরিণঘাটায় আইসক্রিম কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বুধবার সকালে বিরহী-১ গ্রাম পঞ্চায়েতের হালদারপাড়া এলাকায় এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কারখানার...

শহরতলি-মফঃস্বলে যানজটের মোকাবিলার বেসরকারি সংস্থাকে দিয়ে সমীক্ষা শুরু রাজ্যের

শহরতলি ও মফঃস্বল এলাকায় ক্রমবর্ধমান যানজটের সমস্যা (West Bengal Traffic) মোকাবিলায় পথ খুঁজতে বেসরকারি সমীক্ষা সংস্থাকে দিয়ে সমীক্ষা...

মেসির ভারত সফরের টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন, সমালোচনায় সরব হাবাস

অনিশ্চয়তার অন্ধকারে ভারতীয় ফুটবল, সেখানে লিও মেসিকে(Messi) এনে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। এই নিয়ে আগেই সমালোচনা...