প্রসাদের প্রতিযোগিতা হয় না: বিজেপির প্রসাদ-রাজনীতিকে ধুয়ে দিল তৃণমূল

Date:

Share post:

বিজেপির প্রসাদ রাজনীতিকে ধুয়ে দিল তৃণমূল (TMC)। ইতিমধ্যএই মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বাংলার ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে দিঘার জগন্নাথ দেবের প্রসাদ। সেই বিষয় নিয়ে ইতিমধ্যেই কুৎসা শুরু করেছে বিজেপি। এবার পুরীর প্রসাদ আনার কথা ঘোষণা করেন বিরোধী দননেতা শুভেন্দু অধইকারী (Shubhendu Adhikari)। এই ঘটনায় বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর কথায়, প্রসাদের প্রতিযোগিতা হয় না। আর যদি প্রতিযোগিতা হয়, তাহলে জেনে রাখা ভালো, দিঘার প্রসাদ বিলি হচ্ছে, সেটা জগন্নাথদেবকে নিবেদন করা ক্ষীর দিয়ে তৈরি প্রসাদ। আর যাঁরা পুরী থেকে প্রসাদ এনে বিলি করবেন বলছেন, সেগুলি পুরীর মন্দিরের আশপাশ থেকে কেনা গজা।

দিঘায় তুমুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে রথযাত্রার মূল পর্বের প্রস্তুতি। ইতিমধ্যেই রাজ্যজুড়ে জগন্নাথদেবের প্রসাদ বিলি শুরু হয়েছে। সেই নিয়ে সমালোচনা করে বঙ্গ বিজেপির নেতৃত্ব। বাংলাজুড়ে দিঘার মন্দিরের প্রসাদ বিলি নিয়ে উৎসাহী মানুষ। তা দেখে এবার পুরী থেকে প্রসাদ আনাতে চাইছে বিজেপি। বিরোধী দলনেতা বলেন, “পুরী থেকে মহাপ্রসাদ আসছে। তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির থেকে বিলি করা হবে। পাঁচদিন ধরে পুরীর মহাপ্রসাদ বিলি হবে।”

জগন্নাথদেবকে নিয়েও বিজেপির দিশাহীন রাজনীতির তীব্র সমালোচনা করে তৃণমূল। বিজেপিকে নিশানা করে দলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, “পুরীর জগন্নাথদেবকে আমরা সবাই শ্রদ্ধা করি। প্রসাদ নিয়ে প্রতিযোগিতা হয় না।“ এর পরেই তীব্র কটাক্ষ করে কুণাল (Kunal Ghosh) বলেন, “আর যদি প্রতিযোগিতা হয়, তাহলে জেনে রাখা ভালো, দিঘার যে প্রসাদ বিলি করা হচ্ছে, সেটা জগন্নাথদেবকে নিবেদন করা ক্ষীর দিয়ে তৈরি প্রসাদ। আর যাঁরা পুরী থেকে প্রসাদ এনে বিলি করবেন বলছেন, সেগুলি পুরীর মন্দিরের আশপাশ থেকে কেনা গজা।“

spot_img

Related articles

উত্তরবঙ্গে হাতির গতিবিধি নজরদারিতে বিশেষ অ্যাপ চালু বন দফতরের 

উত্তরবঙ্গের জঙ্গলাঞ্চলে হাতির অবস্থান ও চলাচল নিয়ে এবার ডিজিটাল উদ্যোগ নিল রাজ্য বন দফতর। কার্শিয়াং বনবিভাগ ও একাধিক...

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের, ছাড়পত্র মন্ত্রিসভার বৈঠকে

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার (Factory) জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের। ওই জমির ৩৫৫ একর আনুষ্ঠানিক ভাবে...

নবমী থেকেই বাড়বে বৃষ্টি: এক সপ্তাহের পূর্বাভাস শোনালো আবহাওয়া দফতর

আগে যেমন পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর, তার ব্যতিক্রম হল না মহাপঞ্চমীর পূর্বাভাসে। আপাতত নবমী পর্যন্ত যেভাবে মেঘ-বৃষ্টিকে সঙ্গী...

ওটিটিতে ঝড় তুলেছে ‘মৃগয়া: দ্য হান্ট’, ৪৮ ঘণ্টায় দ্বিতীয় স্থানে!

মুক্তি পাওয়ার পরেই বাজিমাত 'মৃগয়া : দ্যা হান্টে'র (Mrigaya: The Hunt)। মাত্র ৪৮ ঘন্টা পেরিয়েছে তার মধ্যেই সর্বভারতীয়...