রেলের কাজের জেরে ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা। এবার শিয়ালদহ- দমদমের (Sealdah- Dumdum) মাঝে ব্রিজের গার্ডার বদলের কাজ হবে বলে রেলের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। যার ফলে উইকেন্ডে ২৭ টি ট্রেন বাতিল, শনি ও রবিতে চূড়ান্ত যাত্রী ভোগান্তির আশঙ্কা।

রেল সূত্রে খবর, শনিবার রাত দশটার পর কাজ শুরু হবে। সোয়া দশটা থেকে পরের দিন সকাল আটটা পর্যন্ত কাজ চলবে। এই সময়ে বাতিল ১৪টি ট্রেন। পাশাপাশি রবিবারও ১৩ টি ট্রেন কম চলবে। ফলে এদিন রাত থেকেই দশ ঘণ্টা বিঘ্নিত হবে শিয়ালদহ থেকে বনগাঁ, হাসনাবাদ, ও মেন লাইনের ট্রেন পরিষেবা। বেশকিছু ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে বলে খবর মিলেছে।

–

–

–

–

–

–

–

–

–
–
–
–
–
–
–