এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামবে ভারতীয় দল। প্রথম ম্যাচে ভারতের বোলিং চূড়ান্ত ব্যর্থ। সেই ড্যামেজ কন্ট্রোলেই এবার মাঠে নেমে পড়েছে ভারতীয় দল। এই ম্যাচেই কী এবার টেস্ট অভিষেক হতে চলেছে অর্শদীপ সিংয়ের (Arshdeep Singh)। তেমনই একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবার। বার্মিংহামে (Birmingham) প্রস্তুতি শুরু হয়েছে টিম ইন্ডিয়ার। সেখানেই প্রথম দিন দীর্ঘ সময় প্রস্তুতি সারলেন অর্শদীপ সিং (Arshdeep Singh)। আর সেটাই যেন অনেক কিছুর ইঙ্গিত দিচ্ছে। যদিও শেষপর্যন্ত তিনি খেলেন কিনা সেটা তো সময়ই বলবে।

প্রথম ম্যাচে ভারতীয় ব্যাটাররা দুরন্ত পারফরম্যান্স করলেও, সেখানে বোলাররা ছিলেন ব্যর্থ। জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) বাদ দিয়ে কোনও পেসারই নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে পারেননি। সেই নিয়ে সমালোচনায় সরব হয়েছেন সকলেই। এমন পরিস্থিতিতে এবার শোনা যাচ্ছে দ্বিতীয় টেস্টে নাকি বিশ্রাম নিতে পারেন ভারতীয় দলের তারকা বোলার জসপ্রীত বুমরাহ।

তবে কি সেই জায়গাতেই এবার অর্শদীপ সিংকে (Arshdeep Singh) খেলানোর ভাবনা ভারতীয় টিম ম্যানেজমেন্টের। নাকি বুমরাহ এবং অর্শদীপকে একসঙ্গেই খেলানোর পরিকল্পনা চলছে। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। লাল বলের ফর্ম্যাটে অভিষেক না হলেও, সাদা বলের ফর্ম্যাটে বেশ সাফল্য রয়েছে অর্শদীপের। সম্প্রতি ভারতীয় দলের নিয়মিত সদস্যও তিনি।

প্রথম দিনই দীর্ঘক্ষণ প্রস্তুতি সেরেছেন অর্শদীপ সিং। সেইসঙ্গে ইংল্যান্ডে তাঁর কাউন্টি খেলারও অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা ভারতীয় কাজেও লাগাতে চাইছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

–

–

–

–

–

–

–
–
–
–
–