Thursday, November 13, 2025

দীঘার মডেলে সাজছে কোন্নগরের গঙ্গাপার, গড়ে উঠছে পর্যটন কেন্দ্র

Date:

Share post:

দীঘার মডেলে সাজছে কোন্নগরের গঙ্গাপার, গড়ে উঠছে পর্যটন কেন্দ্র

দীঘার মডেলকে সামনে রেখে কোন্নগরের (Konnagar) গঙ্গার পাড়কে ঢেলে সাজানোর উদ্যোগ নিচ্ছে কোন্নগর পুরসভা। রাজ্যের পরিবহন দফতরের সহায়তায় এই নতুন প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ফেরিঘাটকে কেন্দ্র করে পরিকল্পিত এই প্রকল্পে থাকবে আধুনিক কাফেটেরিয়া, সৌন্দর্যায়িত গঙ্গাপাড় এবং গঙ্গার পাশ দিয়ে সুসজ্জিত হাঁটার পথ, যা পর্যটকদের নিয়ে যাবে কোন্নগরের ঐতিহ্যবাহী দুই স্থানে—অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি ও বারো মন্দির। পুরসভা সূত্রে জানা গেছে, এই প্রকল্পের পরিকল্পনা ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের সবুজ সংকেতও পাওয়া গেছে। কাজ শুরুর জন্য এখন চলছে চূড়ান্ত প্রস্তুতি।

কোন্নগর (Konnagar) পুরসভার পুরপ্রধান স্বপন দাস জানান, “আমরা সব সময় চেয়েছি কোন্নগরকে আরও উন্নত করতে। ইতিমধ্যেই শহরের অনেক উন্নয়ন হয়েছে। এবার পরিবহন দফতরের সহযোগিতায় গঙ্গাকেন্দ্রিক একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দিঘার মডেল অনুসরণ করে এই প্রকল্প বাস্তবায়িত হবে। গঙ্গার সৌন্দর্য উপভোগ করতে করতে ফেরিঘাট থেকে হাঁটতে হাঁটতে পর্যটকরা পৌঁছে যেতে পারবেন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে ও বারো মন্দিরে।”

জানা গেছে, গঙ্গার পাড়ে বসার জন্য কাফেটেরিয়া এবং আলো-সজ্জিত করা হবে। একইসাথে একটি বহুতল নির্মাণের পরিকল্পনা রয়েছে যেখানে থাকবে রেস্তোরাঁ, কাফেটেরিয়া ও পর্যটকদের জন্য বিশ্রামাগার। সবমিলিয়ে প্রকল্পটি কোন্নগর শহরকে এক নতুন রূপ দেবে। পুরসভা আরও জানিয়েছে, পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী প্রকল্পের পরিকল্পনা দেখে অনুমোদন দিয়েছেন এবং পরিবহন দপ্তরের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। রাজ্যজুড়ে বিভিন্ন জনপ্রিয় ফেরিঘাটকে আধুনিক ও পর্যটনমুখী করে তোলার পরিকল্পনার অংশ হিসেবেই কোন্নগরের এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই কোন্নগর পুরসভা হেরিটেজ সংরক্ষণ ও শহরের ঐতিহ্য পুনরুদ্ধারে নানা প্রকল্প রূপায়ণ করেছে। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িকে কেন্দ্র করে গড়ে ওঠা মিউজিয়োলজিক্যাল উদ্যোগ ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে। শহরের সৌন্দর্যায়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ঐতিহ্য রক্ষায় পুরসভার ভূমিকা প্রশংসনীয় বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...