জল ছাড়ল ঝাড়খণ্ড, টানা ২০ ঘণ্টার বৃষ্টিতে বিপর্যস্ত ঝাড়গ্রাম

Date:

Share post:

একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে ঝাড়খণ্ডের (Jharkhand) জলাধার (dam) থেকে জল ছাড়ায় বিপর্যস্ত ঝাড়গ্রামের (Jhargram) জনজীবন। বানভাসি জেলার গোপিবল্লভপুরের (Gopiballavpur) বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতির উপর নজরদারি শুরু প্রশাসনিক আধিকারিক ও বিপর্যয মোকাবিলা দফতরের কর্মীদের। সেই সঙ্গে শুরু ত্রাণ পৌঁছানোর কাজ।

প্রায় ২০ ঘন্টার বেশি সময় অঝোরে বৃষ্টির কারণে বানভাসি গোপীবল্লভপুরের একাধিক এলাকা। জলমগ্ন গোপীবল্লভপুর বাজার লাগোয়া বর্গিডাঙ্গা এলাকার কৃষিজমি। জলের তলায় গোপীবল্লভপুর বটতলা চক থেকে বেলদুয়া গ্রামে যাওয়ার রাস্তা। পাশাপাশি গোপীবল্লভপুর ১ ব্লকের সাতমা এলাকা থেকে সরিয়া পর্যন্ত একাধিক জায়গায় জলের তোড়ে রাস্তা ভেঙে গিয়েছে।

আরও পড়ুন: সপ্তাহের প্রথম দিন মেট্রোর লাইনে জল! বিঘ্নিত পরিষেবা

এই পরিস্থিতিতেই ঝাড়খণ্ডের (Jharkhand) গালুডি ব্যারেজ (Galudi dam) থেকে দুপুর ১২ টা নাগাদ প্রায় ১ লক্ষ ১৯ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। জল ছাড়ার ফলে বেড়েছে সুবর্ণরেখা নদীর জলস্তর। নদীর জল আরও বাড়ার আশঙ্কা। পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক প্রশাসনের। তবে পরিস্থিতি মোকাবিলায় তৈরি রয়েছে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতি। ব্লক প্রশাসনের বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মী ও প্রশাসনের আধিকারিকরা এলাকায় নজরদারি চালাচ্ছেন।

spot_img

Related articles

‘‘তুমি একা নও’’, সন্তানহারা মায়ের কাঁধে হাত রেখে সান্ত্বনা মুখ্যমন্ত্রীর

আর্থিকা দত্ত, জলপাইগুড়িউত্তরের বন্যায় যখন ঘরবাড়ির সঙ্গে ভেসে গিয়েছিল অসংখ্য মানুষের হাসি, তখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তাঁদের...

বিজয়া সম্মিলনীতে অভিষেককে ঘিরে নেতা-কর্মীদের আবেগ-উচ্ছ্বাস, ফের ‘সেবাশ্রয়ে’র সিদ্ধান্ত ডায়মন্ড হারবারের সাংসদের

ছিল ডায়মন্ড হারবারের বিজয়া সম্মিলনী। কিন্তু দিনের শেষে সেটি হয়ে গেল কার্যত সারা জেলার বিজয়া সম্মিলনী। প্রিয়নেতা ডায়মন্ড...

ডার্বির কথা ভাবতে নারাজ অস্কার, নামধারীর বিরুদ্ধে খেলতে পারবেন হিরোশি?

মঙ্গলবার আইএফএ শিল্ডে(IFA Shield) গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল(East Bengal)। প্রতিপক্ষ নামধারী এফসি(Namdhari fc)। শ্রীনিধি ডেকানের...

নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ, জালে বিজেপি নেতা

নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে বেলঘরিয়ায় ধৃত বিজেপি (BJP) নেতা। তার বিরুদ্ধে পকসো (PACSO) আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু...