Wednesday, January 14, 2026

বুমরাকে পাঁচ টেস্টেই খেলানোর বার্তা ডেভিলিয়র্সের

Date:

Share post:

এজবাস্টন (Edgebaston) টেস্টে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) খেলবেন কিনা তা নিয়েই চলছে জোর জল্পনা। তিনি প্রস্তুতি সারলেও এখনও পর্যন্ত তাঁকে নিয়ে নিশ্চিত কোনও খবর পাওয়া যাচ্ছে না। তবে এরই মাঝে বুমরাহকে নিয়ে প্রাক্তন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডেভিলিয়র্সের (Ab De Villiers) বিরাট বার্তা। তিন ম্যাচ নয়, জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) যাতে পাঁচ টেস্টই খেলতে পারেন তেমনই ব্যবস্থা করার বার্তা দিয়েছেন এই প্রাক্তন প্রোটিয়া তারকা।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট শুরু হওয়ার আগই জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) নিয়ে গৌতম গম্ভীর বার্তা দিয়েছিলেন। শুধুমাত্র তিনিই নন, বুমরাহ নিজেই জানিয়েছিলেন যে তিনি পাঁচ ম্যাচ খেলতে পারবেন না। তিনটি টেস্টেই দেখা যাবে এই তারকা পেসারকে। আর এটাই যে ভারতীয় দলের কাছে সবচেয়ে বড় সমস্যা হতে চলেছে তা বলতে কোনও দ্বিধা করেননি প্রাক্তন প্রোটিয়া তারকা এবি ডেভিলিয়র্স।

এবি ডেভিলিয়র্সের মতে জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) সবকটি টেস্টেই খেলানো উচিৎ বলে মনে করছেন তিনি। ডেভিলিয়র্স জানিয়েছেন, “এই মুহর্তে ক্রিকেটের সবকটি ফর্ম্যাটেই সেরা বোলারের তকমা রয়েছে জসপ্রীত বুমরার। আমার মতে এখনও পর্যন্ত টেস্টই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্ম্যাট। সেখানেই তাঁর মতো পেসারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা খুবই কঠিন একটা ব্যাপার। আমার মতে বুমরাহকে সবকটা ম্যাচ খেলানোর সিদ্ধান্তই নেওয়া উচিৎ”।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের একমাত্র সফল বোলার জসপ্রীত বুমরাহ। বারবারই তাঁকে সাহায্য করতে না পারার কথা শোনা যাচ্ছিল। প্রথম ইনিংসে তিনি একাই তুলে নিয়েছিলেন পাঁচ উইকেট। আগামী ২ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামবে ভারত। সেখানেই শেষপর্যন্ত বুমরাহ খেলেন কিনা সেটাই দেখার।

spot_img

Related articles

অনূর্ধ্ব ১৯ দলে থাকলেও আগামীতে যুব বিশ্বকাপ খেলতে পারবেন না বৈভব

বৃহ্স্পতিবার থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ(U19 World cup)। আয়ূষ মাত্রের নেতৃত্বে ভারতীয় দল খেললেও আর্কষণের কেন্দ্রবিন্দুতে সেই...

ফের SIR আতঙ্কে আত্মহত্যার অভিযোগ!

ফের রাজ্যে SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ! রাজ্যে SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই অনেকে আতঙ্কে মারা যাচ্ছেন আবার...

বাঙালিদের ধরে মার-খুন, সেই মহারাষ্ট্রেই বিজেপির সভা ভরাতে বাঙালি পরিযায়ীরাই ভরসা!

সম্প্রতি মহারাষ্ট্র থেকে একটি নৃশংস ঘটনা উঠে এসেছে, যেখানে নৃশংসভাবে পিটিয়ে মারা হয় বাংলার এক পরিযায়ী শ্রমিককে। শুধুমাত্র...

আইপ্যাকে ED-হানা: হাই কোর্টে তৃণমূলের মামলার নিষ্পত্তি, ইডির মামলার শুনানি মুলতুবি

আইপ্যাকের অফিসে ইডির হানা নিয়ে তৃণমূলের দায়ের করা মামলার নিষ্পত্তি করে দিল কলকাতা হাই কোর্ট। তৃণমূলের (TMC) অভিযোগ...