Tuesday, December 23, 2025

বামপন্থী আইনজীবী-নেতাদের বিতর্কিত ছবি বিচারপতিদের হাতে দিয়ে দ্বিচারিতার মুখোশ খুলে দিলেন কল্যাণ

Date:

Share post:

আদালত অবমাননা মামলায় সোমবার কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) তিন বিচারপতির বিশেষ বেঞ্চের সামনে সিপিএম ও বিরোধীদের কিছু আইনজীবী ও নেতার দ্বিচারিতার মুখোশ খুলে দিলেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) তরফের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। এদিন কুণালের হলফনামার ব্যাখ্যা করেন তিনি।

বিচারপতিদের হাতে এখন সব ছবি আছে। যাঁর বা যাঁদের হয়ে চাকরি চাইছিলেন CPIM নেতারা, এখন তাঁদের চাকরির বিরোধিতা করছেন, তাঁদের নামেই মামলা করছেন। সিপিএমের নোংরা দ্বিচারিতা কুণালের হলফনামায় সবিস্তারে ছবি-সহ রয়েছে। যাঁকে পাশে নিয়ে ছবি, আজ সেই নাকি ওদের এক নম্বর অভিযুক্ত। এসব মুখোশ এদিন আদালতে খুলে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

SLST শারীরশিক্ষা, কর্মশিক্ষা প্রার্থীদের আদালত চত্বরে এক বিতর্কিত বিক্ষোভকে কেন্দ্র করে এই আদালত অবমাননার মামলা। প্রধান বিচারপতি এই মামলার জন্য তিন বিচারপতির একটি বিশেষ বেঞ্চ গঠন করেন। বিক্ষোভকারীদের কয়েকজনের সঙ্গে একদম শেষে কুণাল ঘোষের নাম ঢুকিয়ে দেওয়া হয়। তিনি বিক্ষোভ চলাকালীন চত্বরেই উপস্থিত ছিলেন না। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে রাম-বাম মৃত এই ষড়যন্ত্র করে। ঘটনার দিনে কুণাল বিতর্কিত ঘটনাস্থলে ছিলেন না- তার প্রমাণ এদিন আদালতে পেশ করা হয়। বিকাশ ভট্টাচার্য, ফিরদৌস শামিমরা যে কর্মপ্রার্থীদের আন্দোলনে মঞ্চে গিয়েছেন, তাঁদের হয়ে মামলা লড়েছেন, তাঁরা চাকরি পাওয়ার পরে তাঁরাই সেই চাকরির বিরোধিতা করে মামলা করেছেন। এই দ্বিচারিতা নীতিগতগতভাবে ঠিক নয়। কল্যাণ আদালত জানান, কর্মপ্রার্থীদের এই ক্ষোভই সাংবাদিক বৈঠকে বারবার তুলে ধরেন কুণাল ঘোষ।

কল্যাণের কথায়, শুধু পেশাদার আইনজীবী এবং রাজনীতিবিদ আইনজীবীর তফাৎ আছে। যাঁরা মঞ্চে যান, একের পর এক টিভি চ্যানেলে গিয়ে রাজনৈতিক বিবৃতি দেন, মুখ্যমন্ত্রী-সহ সরকার ও দলের সমালোচনা করেন। তৃণমূলের মুখপাত্র হিসেবে এই সবের জবাব দেওয়ার অধিকার আছে কুণাল ঘোষের আছে।

কুণালের আইনজীবী হাই কোর্টে (Calcutta High Court) জানান, বিচারব্যবস্থা, আদালত, বিচারপতিদের পূর্ণ সম্মান করেন। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চেয়ারে বসে রাজনৈতিক সংলাপ, চাকরি ছেড়ে রাজনীতিতে যাওয়ার ঘটনায় সামগ্রিকভাবে বিচারব্যবস্থার ভাবমূর্তিতে কিছুটা ধাক্কা লেগেছে।

এর পরেই কল্যাণ জানান, এটা আদালতের ‘সুয়ো মোটো’ মামলা হতে পারে না। কারণ কেস রেকর্ডে একপক্ষের পিটিশনের ভিত্তিতে মামলা হয়েছে বলে দেখা যাচ্ছে। সেই পিটিশন এবং আইনি পদ্ধতি কেন যথাযথ হয়নি, ব্যাখ্যা করেন আইনজীবী।

এই আদালত অবমাননার মামলার দ্বিতীয় দিনেও কুণালের পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সওয়াল শেষ হয়নি। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। কল্যাণের সঙ্গে এদিন কুণালের তরফের আইনজীবী হিসেবে ছিলেন অয়ন চক্রবর্তী, রাহুল মিশ্র। এই মামলাতেই কোর্টে ছিলেন আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্যও।

spot_img

Related articles

মূর্তি ঘিরে গুজব ছড়ানোর চেষ্টা জয়নগরে! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি প্রশাসনের

রবিবারের সকালে জয়নগরের একটি মন্দিরে কালী মূর্তির সামান্য ক্ষতি হওয়াকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে প্রশাসনের...

ডিজিটাল যুগেও লড়াইয়ে নতুন প্রজন্ম! সীমান্তের মাঠে ফুটবলের স্বপ্ন

ডিজিটাল যুগের টানাপোড়েনে যখন মোবাইল ও কম্পিউটারের দাপটে মাঠছাড়া হচ্ছে নতুন প্রজন্ম, তখন সীমান্তঘেঁষা সুন্দরবনের এক প্রান্তে ফুটবলকে...

জয়ের ধারা অব্যাহত সুন্দরবনের, হারল ব্যারেটোর দল

  জমজমাট শ্রাচি গ্রুপ আয়োজিত বেঙ্গল সুপার লিগ (Bengal super league)।সোমবার ছিল দুটি ম্যাচ। হাওড়া-হুগলি ওয়ারিয়র্সকে হারাল সুন্দরবন বেঙ্গল...

শীঘ্রই রাজ্যজুড়ে বৃহৎ পরিসরে BLA-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক: জানালেন তৃণমূল সভানেত্রী

কয়েকদিনের মধ্যেই আরও বৃহৎ পরিসরে BLA-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...