Tuesday, July 1, 2025

বুমরাকে পাঁচ টেস্টেই খেলানোর বার্তা ডেভিলিয়র্সের

Date:

Share post:

এজবাস্টন (Edgebaston) টেস্টে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) খেলবেন কিনা তা নিয়েই চলছে জোর জল্পনা। তিনি প্রস্তুতি সারলেও এখনও পর্যন্ত তাঁকে নিয়ে নিশ্চিত কোনও খবর পাওয়া যাচ্ছে না। তবে এরই মাঝে বুমরাহকে নিয়ে প্রাক্তন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডেভিলিয়র্সের (Ab De Villiers) বিরাট বার্তা। তিন ম্যাচ নয়, জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) যাতে পাঁচ টেস্টই খেলতে পারেন তেমনই ব্যবস্থা করার বার্তা দিয়েছেন এই প্রাক্তন প্রোটিয়া তারকা।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট শুরু হওয়ার আগই জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) নিয়ে গৌতম গম্ভীর বার্তা দিয়েছিলেন। শুধুমাত্র তিনিই নন, বুমরাহ নিজেই জানিয়েছিলেন যে তিনি পাঁচ ম্যাচ খেলতে পারবেন না। তিনটি টেস্টেই দেখা যাবে এই তারকা পেসারকে। আর এটাই যে ভারতীয় দলের কাছে সবচেয়ে বড় সমস্যা হতে চলেছে তা বলতে কোনও দ্বিধা করেননি প্রাক্তন প্রোটিয়া তারকা এবি ডেভিলিয়র্স।

এবি ডেভিলিয়র্সের মতে জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) সবকটি টেস্টেই খেলানো উচিৎ বলে মনে করছেন তিনি। ডেভিলিয়র্স জানিয়েছেন, “এই মুহর্তে ক্রিকেটের সবকটি ফর্ম্যাটেই সেরা বোলারের তকমা রয়েছে জসপ্রীত বুমরার। আমার মতে এখনও পর্যন্ত টেস্টই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্ম্যাট। সেখানেই তাঁর মতো পেসারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা খুবই কঠিন একটা ব্যাপার। আমার মতে বুমরাহকে সবকটা ম্যাচ খেলানোর সিদ্ধান্তই নেওয়া উচিৎ”।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের একমাত্র সফল বোলার জসপ্রীত বুমরাহ। বারবারই তাঁকে সাহায্য করতে না পারার কথা শোনা যাচ্ছিল। প্রথম ইনিংসে তিনি একাই তুলে নিয়েছিলেন পাঁচ উইকেট। আগামী ২ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামবে ভারত। সেখানেই শেষপর্যন্ত বুমরাহ খেলেন কিনা সেটাই দেখার।

spot_img

Related articles

যোগী রাজ্যে ফের নারী নির্যাতন, গ্রেফতার ৭২ বছরের বৃদ্ধ

নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগের নিরিখে দেশের মধ্যে যে শীর্ষে যোগীরাজ্য (Uttar Pradesh) সেই নিয়ে সন্দেহের অবকাশ নেই। স্থান...

ওড়িশায় মুখে পা দিয়ে, মাটিতে ফেলে মার সরকারি আধিকারিককে!

বিজেপি শাসিত ওড়িশায় নিরাপদ নন খোদ সরকারি আধিকারিকরা। নিজের দফতরে সব কর্মীদের সামনে মাটিতে ফেলে হ্য়াঁচড়াতে হ্যাঁচড়াতে বাইরে...

ঋষভ পন্থকে নিয়ে সমীহের সুর স্টোকসের গলায়

রাত পোহালেই এজবাস্টনে দ্বিতীয় টেস্টে মুখোমুখি ইংল্যান্ড এবং ভারত। সেই ম্যাচে নামার আগে ব্রিটিশ শিবিরে একজনকে নিয়েই যত...

মিলল রাজ্য়ে প্রথম AI হাবের ‘অকুপেন্সি সার্টিফিকেট’: সুখবর জানালেন মুখ্যমন্ত্রী, হবে ৫০০০ কর্ম সংস্থান

নিউ টাউনে ২০ একর জুড়ে বিস্তৃত বেঙ্গল সিলিকন ভ্যালিতে TCS অফিস ক্যাম্পাসের জমির অনুমোদনের পরে এবার রাজারহাটে AI...