সন্দেশখালিতে ছয় বছর আগের তিন বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত এই মামলায় সিবিআইকে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের নির্দেশ দিয়েছেন।

২০১৯ সালের ৮ জুন উত্তর ২৪ পরগনার সন্দেশখালির বাসিন্দা প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল ও দেবদাস মণ্ডলকে খুন করা হয় বলে অভিযোগ। নিহত তিনজনই ছিলেন বিজেপি কর্মী। অভিযোগ, সেদিন একদল সশস্ত্র দুষ্কৃতী প্রদীপ মণ্ডলের বাড়িতে হামলা চালায় এবং তাঁকে তাড়া করে গুলি করে হত্যা করে। প্রদীপের তুতো ভাই সুকান্ত এবং সন্দেশখালির আর এক বাসিন্দা দেবদাস মণ্ডলকেও একই কায়দায় খুন করা হয় বলে অভিযোগ।

হাই কোর্টের পর্যবেক্ষণ, এই তিনটি খুনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। তাই আদালত সিবিআই-এর মাধ্যমে নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছে। রাজ্যের রাজনৈতিক মহলে এই রায়কে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র চর্চা। নিহত পরিবারগুলির বক্তব্য, “আমরা এতদিন ধরে যা বলছিলাম, আদালতের নির্দেশে সেটাই প্রমাণিত হল। এবার সত্যিই বিচার পাবো বলে বিশ্বাস করছি।”

আরও পড়ুন – বাংলার টেলি-জগতের ঐতিহাসিক দিন! বলিউডের হিন্দি ধারাবাহিকের শুটিং হবে কলকাতায়: সুখবর শোনালেন স্বরূপ

_

_

_

_

_

_

_
_
_
_
_