Thursday, December 25, 2025

ঋষভ পন্থকে নিয়ে সমীহের সুর স্টোকসের গলায়

Date:

Share post:

রাত পোহালেই এজবাস্টনে দ্বিতীয় টেস্টে মুখোমুখি ইংল্যান্ড এবং ভারত। সেই ম্যাচে নামার আগে ব্রিটিশ শিবিরে একজনকে নিয়েই যত চিন্তা। আর তিনি হলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। এজবাস্টনে (Edgebaston) নামার আগে ব্রিটিশ অধিনায়কের মুখে বারবারই উঠে এল ঋষভ পন্থের (Rishabh Pant) কথা। এই একজন ব্যাটারকেই যেন সবচেয়ে সমীহ করছে ইংল্যান্ডের এই দলটি। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। তবে ঋষভ প্রথম ম্যাচে যেমন পারফরম্যান্স করেছে, তাঁকে সমীহ করাটাই যে উচিৎ তা বলার অপেক্ষা রাখে না।

প্রথম ম্যাচেই একাধিক রেকর্ড গড়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। সেইসঙ্গে পরপর দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এরপর থেকেই ঋষভ পন্থকে নিয়ে শুরু হয়ে গিয়েছে নানান কথাবার্তা। সেঞ্চুরি করলেও, তা কিন্তু একেবারেই টেস্টের মতো খেলা নয়। কার্যত ওডিআই ক্রিকেটের ধাঁচেই প্রতিপক্ষ শিবিরের বিরুদ্ধে খেলেছিলেন ঋষভ পন্থ।

এই ম্যাচেও তাঁর থেকে যে বড় রানের আশা করছে ভারতীয় দল তা বলার অপেক্ষা রাখে না। একইসঙ্গে তাঁকে সমীহের সুর বেন স্টোকসের (Ben Stokes) গলাতেও। তিনি জানিয়েছেন, “ঋষভ পন্থের মতো একজন প্রতিভাকে যখন একেবারেই খোলা ছেড়ে দেওয়া হয় সেই সময় কী হতে পারে আমরা সকলেই দেখেছি। তিনি একজন ভয়ঙ্কর ক্রিকেটার। তাঁর খেলাও কিন্তু আমি অত্যন্ত উপভোগ করি”।

প্রথম টেস্টেই পরপর দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস তৈরি করেছেন ঋষভ পন্থ। দ্বিতীয় টেস্টেও বড় রান খেলার লক্ষ্যেই রয়েছেন এই তারকা ক্রিকেটার। তবে ব্রিটিশ শিবিরও তাঁকে আটকানোর ছক কষা শুরু করে দিয়েছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

spot_img

Related articles

বিশ্বকাপ জিতিয়েও খেলরত্নে ব্রাত্য হরমনপ্রীত-স্মৃতি, প্রশ্নের মুখে বিসিসিআইয়ের ভূমিকা

অর্জুনের মতোই খেলরত্নের (Khel Ratna Awarded ) তালিকায় নাম নেই কোনও ক্রিকেটারের। কিন্তু চলতি বছরেই ভারতীয় মহিলা ক্রিকেট...

ইকো পার্ক থেকে চিড়িয়াখানা, বড়দিনে শহর জুড়ে বিনোদন পার্কে উপচে পড়া ভিড়

ক্রিসমাসের আনন্দে (Christmas Celebration) মেতে উঠেছে বাংলা। জেলা থেকে রাজ্য সর্বত্র একই ছবি। শীতকালীন উৎসবের মরশুমে কলকাতার বিনোদন...

কনিষ্ঠকন্যার পর আগুনে ঝলসে মৃত্যু বিএনপি নেতার জ্যেষ্ঠকন্যারও

দিন কয়েক আগে বাংলাদেশে (Bangladesh) উন্মত্ত জনতার রোষে আগুনে ঝলসে মৃত্যু হয় বিএনপি নেতার সাত বছরের শিশুকন্যার। বুধবার...

পার্ক স্ট্রিটকে টক্কর দিঘার! বড়দিনে আলো আর লেজার শো-তে জমজমাট সৈকত শহর

বড়দিন মানেই আনন্দ। পার্ক স্ট্রিটের (Park Street) আলোকসজ্জা। পিকনিক। চিড়িয়াখানায় হুল্লোড়। তবে এবার তিলোত্তমাকে (Kolkata) রীতিমতো টক্কর দিচ্ছে...