Wednesday, November 12, 2025

পেটের সমস্যা নিয়েই উইম্বলডনে দ্বিতীয় রাউন্ডে জকোভিচ, মহিলাদের সিঙ্গলসে বিদায় গফের 

Date:

Share post:

টেনিস কোর্ট থেকে বরাবরই হাসিমুখে বেরোতে ভালবাসেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। উইম্বলডনেও (Wimbledon)সেই ধারা বজায় রাখলেন টেনিস তারকা। তবে শারীরিক সমস্যা নিয়ে যেভাবে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন এক কথায় অবিশ্বাস্য। উইম্বলডনে প্রথম রাউন্ডে খেলতে নেমে চেনা ছন্দেই দেখা গেছিল তারকা প্লেয়ারকে। কিন্তু দ্বিতীয় সেটে তাঁর খেলায় আচমকাই ছন্দপতন হয়। বোঝা যাচ্ছিল, কিছু একটা সমস্যা হচ্ছে। তৃতীয় সেটে দু’বার কোর্টেই চিকিৎসককে ডাকতে হয়। অবশেষে তিন ঘণ্টা কুড়ি মিনিটের লড়াইয়ে আলেকজান্দ্রে মুলারকে হারালেন ৬-১, ৬-৭, ৬-২, ৫-২ গেমে।

ম্যাচ জিতে উল্লাসের পাশাপাশি দর্শকদের উদ্দেশ্যে ভালবাসার ইঙ্গিত করতে দেখা যায় সার্বিয়ান তারকাকে। নোভাক জানিয়েছেন, “৪৫ মিনিটের মধ্যে নিজের সেরা টেনিস থেকে সবচেয়ে খারাপ টেনিস খেলার দিকে চলে গিয়েছিলাম। জানি না পেট খারাপ হয়েছিল কি না। তবে খুব সমস্যা হচ্ছিল। চিকিৎসক অলৌকিক কী সব ওষুধ দিলেন, যেটা খেয়ে ম্যাজিকের মতো কাজ হল। তাই ম্যাচটা ভাল ভাবে শেষ করতে পেরেছি।” সার্বিয়ার প্লেয়ারের লক্ষ্য এখন অষ্টম বারের জন্য উইম্বলডন জেতা।

অন্যদিকে মহিলাদের সিঙ্গলসে বড় অঘটন। সপ্তাহ তিনেক আগে ফরাসি ওপেন জেতা কোকো গফ (Coco Gauff) ছিটকে গেলেন প্রথম রাউন্ডেই। হেরে যাওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় তিনি বলেন, সুরকির কোর্ট থেকে দ্রুত ঘাসের কোর্টে সঙ্গে মানিয়ে নিতে শারীরিক – মানসিক সমস্যার কারণেই এই ছন্দপতন।

 

spot_img

Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...