Monday, December 8, 2025

মাঝ আকাশে খসে পড়ল জানলার ফ্রেম, স্পাইসজেটের দাবি—“নেই কোনও ঝুঁকি”

Date:

Share post:

আকাশে ওড়ার মাঝপথে হঠাৎই খুলে পড়ল জানলার একটি ফ্রেম! ঘটনাটি ঘটেছে স্পাইসজেটের (Spicejet) Q400 গোয়া থেকে পুনে যাওয়ার একটি উড়ানে। সম্প্রতি আমেদাবাদ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ২৬০ জন। তখন থেকেই বিমানের নিরাপত্তা নিয়ে বার বার প্রশ্ন উঠেছে। সামনে এসেছে ইন্ডিগোর ফ্লাইতেও সমস্যার কথাও। কিন্তু সেই আতঙ্কের রেশ কাটতে না কাটতেই এই ঘটনা। আচমকা মাঝআকাশে স্পাইসজেট বিমানের জানলার ফ্রেম খুলতেই মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে কোনও দুর্ঘটনা ঘটেনি। বিমানটিকে পুনেতে অবতরণ করানো হয়েছে।

জানা গেছে, ২ জুলাই সকালে স্পাইসজেটের একটি Q400 উড়ান (SG-3703) গোয়া থেকে পুনের উদ্দেশ্যে রওনা দেয়। উড়ানের কিছুক্ষণ পর, প্রায় ৫০০০ ফুট উচ্চতায়, বিমানের একটি জানলার ভিতরের ফ্রেম হঠাৎই ঢিলে হয়ে যায় এবং আংশিকভাবে খুলে পড়ে। যাত্রীদের মধ্যে একাংশ আতঙ্কিত হয়ে পড়ে এবং একজন যাত্রী সেই দৃশ্যের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যদিও বিমান সংস্থা দাবি করেছে, এটি শুধুমাত্র একটি ‘কসমেটিক অংশ’—এর সঙ্গে যাত্রী সুরক্ষা বা বিমানের গঠনগত নিরাপত্তার কোনও সম্পর্ক নেই।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে ভারতের বিভিন্ন উড়ানে একাধিক যান্ত্রিক ত্রুটির খবর উঠে আসায় যাত্রীদের মধ্যে একপ্রকার আস্থার অভাব তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে স্পাইসজেটের (Spicejet) ঘটনাটি নতুন করে প্রশ্ন তুলেছে বিমান রক্ষণাবেক্ষণ ও যাত্রী নিরাপত্তা নিয়ে। তবে উড়ান নিরাপত্তা সংস্থাগুলির মতে, “এই ধরনের ইন্টেরিয়র প্যানেল খুলে যাওয়া বিরল হলেও, তা সরাসরি ফ্লাইট সেফটির সঙ্গে যুক্ত নয়। তবু বিষয়টিকে হালকা ভাবে নেওয়া যায় না। ” আরও পড়ুন:কাকার সঙ্গে প্রেম! সুপারি কিলার দিয়ে স্বামীকে ‘খুন’ নববধূর

air india

spot_img

Related articles

‘বন্দেমাতরম’ আলোচনার আগেই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সংসদে প্রতিবাদ, সরব তৃণমূল

শীতকালীন অধিবেশনে সংসদের ভিতরে-বাইরে, লোকসভা-রাজ্যসভায় মোদি সরকারকে চাপে রেখেছে তৃণমূল কংগ্রেসTMC)। এসআইআর, বাংলা-বাঙালির উপর অত্যাচার, মনরেগা-সহ নানা ইস্যুতে...

টিম ইন্ডিয়ার শিবিরে ফিরলেন গিল, কটকে প্রত্যাবর্তনের অপেক্ষায় পাণ্ডিয়াও

কলকাতায় চোট পেযেছিলেন, অবশেষে কটকে প্রত্যাবর্তন হচ্ছেন শুভমান গিলের(Subhaman gill)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পাশাপাশি একদিনের সিরিজেও...

সপ্তাহের শুরুতেই কমল তামমাত্রা, উত্তরের পাশাপাশি দক্ষিণেও বাড়বে শীতের দাপট?

ডিসেম্বরের শুরু থেকেই তাপমাত্রার পারদ নামছে। ফলে শীত অনুভূত হচ্ছে ভালো মতোই। সপ্তাহের শুরুতেই নামল তাপমাত্রার পারদ। এদিন...

বাতিল ৩৫০ বিমান, ইন্ডিগো দুর্ভোগ সপ্তাহের প্রথম দিনও অব্যাহত

সপ্তাহের প্রথম দিনেও বিমান দুর্ভোগ অব্যাহত। ইন্ডিগোর(IndiGo flights)জটিলতার জেরে গত কয়েকদিন ধরেই সারা দেশ জুড়ে যাত্রীদের অপরিসীম দুর্ভোগ...