ধর্ষণ আর গণধর্ষণের স্বর্গরাজ্য হয়ে উঠেছে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) উত্তরপ্রদেশ (Uttarpradesh)। তার সবথেকে বড় কারণ সম্ভবত সেখানকার পুলিশের নিষ্ক্রীয়তা। আর এবার এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগ উঠল পুলিশ কনস্টেবলের বিরুদ্ধেই। দলিত নাবালিকার (minor girl) পরিবারের দাবি, যেভাবে এই ঘটনা ঘটানো হয়েছে তাতে স্পষ্ট দলিত শ্রেণিকে কীভাবে পায়ে পিষে মারার চক্রান্ত চালানো হয়েছে বিজেপির উত্তরপ্রদেশে।

উত্তরপ্রদেশের ফারুকাবাদের এক দলিত পরিবারের ১৫ বছরের এক নাবালিকা (minor girl) স্কুলে যাওয়ার সময় গাড়ি নিয়ে এসে তাকে জোর করে গাড়িতে তোলে অভিযুক্ত ওই পুলিশ কনস্টেবল (police constable)। অজ্ঞাত কোনও জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে ওই পুলিশ কনস্টেবল। এরপর প্রায় পাঁচঘণ্টা পরে নাবালিকার বাড়ির কাছে তাকে ফেলে রেখে যায়।

নাবালিকার পরিবার তার স্কুল থেকে ফিরতে দেরি দেখে খোঁজ শুরু করতেই তাকে উদ্ধার করে। নাবালিকাকে ফেলে যাওয়া গাড়িটি ধাওয়া করে গ্রামের লোকেরাই অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। তবে দোষীর কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভও দেখায় গ্রামবাসীরা। তাদের দাবি, ধৃত কনস্টেবলের (police constable) পাশাপাশি তার গাড়ির চালকও এই কুকর্মের সঙ্গে জড়িত।

আরও পড়ুন: ধর্মনিন্দা! মা কালীর পাশে মোদির ছবি দিয়ে কলুষিত করায় ধুইয়ে দিল তৃণমূল


গ্রামবাসীদের চাপে পড়ে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে সাসপেন্ড করে উত্তরপ্রদেশ পুলিশ (Uttarpradesh Police)। তার গাড়ির চালকের খোঁজ চালানো হচ্ছে। পুলিশের তদন্তে নাবালিকা দাবি করে, চলন্ত গাড়িতেই তাকে ধর্ষণ করা হয়। চাপে পড়ে এই ঘটনায় পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও আদতে যে নাবালিকা থেকে নারীকে কীভাবে ভোগ্যের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যোগীরাজ্যে তার স্বরূপ প্রকাশিত এই ঘটনায়।


–
–

–
–
–

–

–

–

–
