Saturday, November 8, 2025

খড়্গপুরের প্রহৃত বামনেতার বিরুদ্ধেই ‘শ্লীলতাহানি’র অভিযোগ বেবির, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অনিলের স্ত্রীর

Date:

Share post:

খড়্গপুরের বাম নেতা অনিল দাস (Anil Das) ওরফে ভীমবাবুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার হুমকি দিলেন আইনজীবী ললিত জয়সওয়াল। শুক্রবার সকালে এক সাংবাদিক বৈঠকে ললিত বলেন, “ইলেকট্রনিক মিডিয়ায় দেখলাম ভীম আমাকে জালি অ্যাডভোকেট বলেছেন। আমি ২৫ বছর প্র্যাকটিস করছি। ওঁর এই মন্তব্যে আমার সম্মানহানি হয়েছে। আমি আগামী সোমবার আদালতে ভীমবাবুর বিরুদ্ধে এই মন্তব্যের জন্য মামলা দায়ের করব। এদিকে, রাস্তায় ফেলে মারে অভিযুক্ত তৃণমূল (TMC) নেত্রী বেবি কোলে (Baby Kole) ও তাঁর সঙ্গীরা অনিল দাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন। পাল্টা স্বামীর উপর আক্রমণের বিচার চেয়ে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখেছেন অনিলের স্ত্রী সুস্মিতা দাস।

আইনজীবী ললিত জয়সওয়ালের অভিযোগ, “ভীমবাবু মানসিক ভারসাম্য হারিয়েছেন। উনি কখনও রেশমীকে, কখনো পুলিশকে, আবার কখনও আমাকে দোষারোপ করছেন। এই এলাকায় একশো দোকানদার আছে। ওইদিন ঘটনার সময় তারা দেখেছে আমি কোথায় ছিলাম।”

বেবি কোলে ও সঙ্গীদের অভিযোগ, অনিল দাসের বিরুদ্ধে শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগে এফআইআর রয়েছে।

এদিকে স্বামীকে রাস্তায় ফেলে মারধরের বিচার চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি লিখছেন খড়্গপুরের প্রবীণ বাম-নেতা অনিল দাসের (Anil Das) স্ত্রী সুস্মিতা। তিনি বলেন, ‘‘আমি আতঙ্কিত, স্বামীকে মারধরের বিচার পাবো তো? রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিচার চেয়ে আবেদন জানিয়েছি।” অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি শুক্রবার সন্ধেয় খড়্গপুরের ভান্ডারীচকে সভা করে খড়্গপুর নাগরিক সমাজ। যেখানে দল, মত নির্বিশেষে বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...